দেশের ঐতিহ্যবাহী অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সংগীতা’র সত্ত্বাধিকারী সেলিম খান (৫৫) মারা গেছেন। আজ (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার সাহেদ আলী পাপ্পু।
করোনায় আক্রান্ত ছিলেন সেলিম খান। করোনা পজিটিভ হওয়ার পর ৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন সেলিম খান। শারীরিক অবস্থার অবনতি হলে ৯ ডিসেম্বর দুপুরে তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। ১০ ডিসেম্বর সকালে সেটিও আর কাজ করছিল না।
দেশের সংগীতাঙ্গনে সেলিম খানের অবদান অনেক, উল্লেখ করে পাপ্পু বলেন, ‘দেশে এখন যারা জনপ্রিয় সংগীতশিল্পী, তাদের অনেকেই উঠে এসেছেন সেলিম ভাইয়ের হাতে। যাদের প্রচেষ্টায় দেশের সংগীতাঙ্গন এত বড় হয়েছে, তাদের মধ্যে সেলিম খান অন্যতম। অনেক তাড়াতাড়ি চলে গেলে তিনি।’
বাদ আসর রাজধানীর লক্ষ্মীবাজারে সেলিম খানের বাড়ির সামনে জানাজা শেষে জুরাইন কবরস্থানে তার দাফন হবে।
৮০-এর দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার যাত্রা শুরু। দেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক। প্রতিষ্ঠানটি এখনও প্রযোজনা করছে।