বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহানায়কের বায়োপিক ‘অচেনা উত্তম’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৬

ভারতীয় গণমাধ্যম বলছে, উত্তমের চরিত্রে কলকাতার এমন এক জন অভিনয় করবেন যার পদবী ‘চট্টোপাধ্যায়’। তিনি হতে পারেন প্রসেনজিৎ, আবীর, পরমব্রত!

এবার বড় পর্দায় আসছে মহানায়ক উত্তম কুমারের জীবন। সিনেমার নাম অচেনা উত্তম। ৭৬টি গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে সিনেমায়। পরিচালনা করবেন আত্মজা, ব্ল্যাক কফি খ্যাত পরিচালক অতনু বোস। খবর ভারতীয় গণমাধ্যমের।

উত্তম কুমারের বায়োপিকে উত্তমের চরিত্রে কে অভিনয় করবেন সেটাই এখন সবার জানার আগ্রহ। ভারতীয় গণমাধ্যম বলছে, উত্তমের চরিত্রে কলকাতার এমন এক জন অভিনয় করবেন যার পদবী ‘চট্টোপাধ্যায়’। তিনি হতে পারেন প্রসেনজিৎ, আবীর, পরমব্রত! মুম্বাই এবং কলকাতার নামকরা পরিচালকরাও নাকি অভিনয় করবেন এই বায়োপিকে।

সিনেমার শুটিং করা যাবে না উত্তম কুমারের বাড়িতে। তবে যে ঘরে মহানায়কের মরদেহ শায়িত ছিল সেই ঘরে দৃশ্যধারণের ইচ্ছা আছে পরিচালকের। সিনেমায় ব্যবহার করা হবে উত্তমের ব্যবহার করা জিনিস।

ছোটবেলা, বড়বেলা, মহানায়ক হয়ে ওঠা, মহানায়কের একাধিক সম্পর্ক, সবকিছুই ধরা হবে সিনেমায়। মৃত্যুর পর উত্তমের ভবানীপুরের বাড়ির যে ঘরে তার মরদেহ রাখা হয়েছিল, সেই ঘরের কাঁচের দরজা ভেঙে গিয়েছিল মানুষের ভীড়ে। এমন অজানা গল্পই থাকবে সিনেমায়। সিনেমার শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে।

এ বিভাগের আরো খবর