বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাতে ফোন খুলে থ হয়ে বসে ছিলাম: পরীমনি

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২০ ২২:৪৭

ফোর্বস এশিয়া মঙ্গলবার বিকেলে তালিকা প্রকাশের পর থেকেই পরীমনির ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বুধবার তাকে পাওয়া যায় রাজধানীর বনানী ক্লাবে। সেখানে পরীমনি নিউজবাংলাকে জানান আনন্দের খবরটি পাওয়ার আগের গল্প।

ডিজিটাল মাধ্যমে এশিয়ার সেরা এক শ’ তারকার তালিকায় এসেছে দেশের আলোচিত নায়িকা পরীমনির নাম।

ব্যবসা সমায়িকী ফোর্বস এশিয়া ৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে তালিকা প্রকাশের পর থেকেই পরীমনির ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। ৯ ডিসেম্বর বুধবার তাকে পাওয়া যায় রাজধানীর বনানী ক্লাবে নতুন সিনেমার মহরৎ অনুষ্ঠানে। সেখানে পরীমনি নিউজবাংলাকে জানান আনন্দের খবরটি পাওয়ার আগের গল্প।

 

 

পরীমনি বলেন, ‘১১ ডিসেম্বর আমার অভিনীত নতুন সিনেমা বিশ্বসুন্দরী মুক্তি পেতে যাচ্ছে। ৮ ডিসেম্বর আমি আর পরিচালক মূলত সিনেমার প্রচারের কাজেই ব্যস্ত ছিলাম। বিকালের দিকে হঠাৎ করেই ফোন আসা বেড়ে গেল। আমি ভেবেছিলাম সিনেমা নিয়েই হয়তো অনেকে ফোন করছেন।’

তখনও পরী জানেন না ফোর্বসের তালিকায় তার নাম এসেছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফসহ জনপ্রিয় সব বিদেশি তারকাদের সঙ্গে স্থান পেয়েছে তার নাম।

 

অনেক বার ফোন করছেন বলে এক জনের ওপর ফোনেই কিছুটা উচ্চস্বরে কথাও বলেন পরী। তিনি বলেন, ‘কী হয়েছে? ফোন কেটে দেয়ার পরও এতবার ফোন দিচ্ছেন কেন? অপর প্রান্ত থেকে আমার পরিচিত সেই মানুষটি পার্টি দেয়ার কথা বলেন।’

তখনও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেননি পরীমনি। কথা শেষে ফোন বন্ধ করে চলে যান বিশ্বসুন্দরী সিনেমার প্রচার কাজে।

 

অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরী বলেন, ‘আমি কাজ শেষে বাসায় ফিরি রাত সাড়ে ১০টার দিকে। ফোনটা খুলি। ফোন খুলে আমি থ হয়ে বসে ছিলাম। এত এসএমএস, ইনবক্সে এত শুভেচ্ছা বার্তা, এত নিউজ!’

এশিয়ার সেরা এক শ’ ডিজিটাল তারকার তালিকায় নিজের নাম আসায় পরীমনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ভক্তদের প্রতি। জানিয়েছেন, তার এই সব অর্জন সিনেমার জন্যই। প্রত্যয় ব্যক্ত করেছেন আরও ভালো কাজ করার।

এ বিভাগের আরো খবর