ইনডিপেনডেন্ট ফিল্ম সোসাইটির উদ্যোগে আগামী ১৮ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। উৎসবকে সামনে রেখে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা-পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা বিশ্বনাথ বসু, ফেস্টিভ্যাল প্রোগ্রাম ডিরেক্টর অঙ্কিত বাগচী।
ফেস্টিভ্যালে ৪৭টি দেশের ৯৬টি নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে অনলাইনে। এর মধ্যে অন্যতম মিশরের মোরাদ মোস্তফার হ্যানেট ওয়ার্ড, জেডজিম তেরজিখির সেলুন, আফগানিস্তানের ডায়ানা সাকিব জামালের রোকাইয়া।
রোকাইয়া চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন বাংলাদেশের আরিফুর রহমান। এটি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
১০টি বিভাগে বাছাইকৃত চলচ্চিত্রকে সম্মাননা দেয়া হবে। সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে দেয়া হবে বিশেষ সম্মাননা পুরস্কার।
ফেস্টিভ্যাল প্রোগ্রাম ডিরেক্টর অঙ্কিত বাগচী বলেন, ‘সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বিশ্ব চলচ্চিত্র প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত। তাই বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে এই অঞ্চলের নির্মাতাদের পৌঁছে দেয়া এবং দিক নির্দেশনা দেয়াই আমাদের উদ্দেশ্য। তাদের জন্য এমন একটা ইকোসিস্টেম তৈরি করতে চাই যেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা নিজেদের তুলে ধরতে পারেন।’
চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও উৎসবে ১২ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত থাকছে আন্তর্জাতিক মানের সিরিজ মাস্টারক্লাস, ফিল্ম প্রোডিউসিং, পিচিং, ফান্ডিং, ফেস্টিভ্যাল পাবলিসিটি ও ফিল্ম জার্নালিজম বিষয়ের ক্লাস। স্বাধীন ও নতুন নির্মাতাদের কথা চিন্তা করে ক্লাসগুলোর জন্য কোনো ফি রাখা হবে না।
ইনডিপেন্ডেন্ট ফিল্ম সোসাইটির ওয়েবসাইট থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে উৎসবে অংশ নেয়া যাবে, দেখা যাবে সিনেমাও।