বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ করল ‘সরলপুর’

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২০ ১৫:৩৮

৭ ডিসেম্বর কপিরাইট অফিসে প্রমাণসহ অভিযোগ করেছে সরলপুর ব্যান্ড। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ চার বছরের জেল ও দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার নিয়ম আছে।

‘যুবতি রাধে’ গানটি নিজেদের মৌলিক গান দাবি করে কপিরাইট অফিসে আনুষ্ঠানিকভাবে ‘আইপিডিসি আমাদের গান’ প্রকল্পের ‘সর্বত মঙ্গল রাধে’ গানের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ করেছে সরলপুর ব্যান্ড।

পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে জনপ্রিয় অভিনয়শিল্পী শাওন ও চঞ্চলের কণ্ঠে ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের গানটি হুবহু নকলের অভিযোগ এনেছে তারা।

সরলপুর জানায়, ৭ ডিসেম্বর প্রমাণসহ এ অভিযোগ করেছে তারা। অভিযোগে বলা হয়েছে, কপিরাইট আইন লঙ্ঘন করে সরলপুর ব্যান্ডের অনুমতি ছাড়াই ৪২ লাইনের ‘যুবতি রাধে’ গানটির ৩২ লাইন হুবহু গাওয়া হয়েছে ‘আইপিডিসি আমাদের গান’ আয়োজনে।

অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ চার বছরের জেল ও দু লাখ টাকা পর্যন্ত জরিমানার নিয়ম আছে।

‘সর্বত মঙ্গল রাধে’ গানটি মৌলিক নয়- এমন দাবিতে গণমাধ্যমে বক্তব্য রাখেন জনপ্রিয় তারকা শাওন ও চঞ্চল। বাংলা একাডেমির উপপরিচালক গবেষক সাইমন জাকারিয়াও বিভিন্ন লোকসংগীত গ্রন্থ থেকে গানটির বিভিন্ন অংশের সঙ্গে গানটির মিল তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যদিও, সরলপুর ব্যান্ড বলে আসছে রাধা-কৃষ্ণের চিরায়ত প্রেম কাহিনী অবলম্বনে তৈরি করা গানটি তাদের এবং এটি সম্পূর্ণ নতুনত্বের দাবি রাখে।

এদিকে, সম্প্রতি আইপিডিসি কর্তৃপক্ষ কপিরাইট অফিসে সরলপুর ব্যান্ডের গানটির মৌলিকত্ব নিয়ে সনদ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে একটি অভিযোগপত্র জমা দেয়।

এ বিভাগের আরো খবর