বলিউডের ফ্রেশ জুটি হিসেবে পর্দায় আসছে হৃত্বিক-কিয়ারা জুটি। কৃশ সিনেমার চতুর্থ কিস্তিতে তাদের দেখা যাবে। সিনেমার চিত্রনাট্য শেষ করেছেন রাকেশ রোশান। আগের পর্বগুলোর মতো নতুন কিস্তিও পরিচালনা করবেন তিনি। ঠিক হয়নি শুটিং শুরুর দিনক্ষণ। কারণ হৃত্বিকের নায়িকা চূড়ান্ত হয়নি এখনও।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভারতীয় ম্যাগাজিন বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটির জন্য কিয়ারাই প্রথম পছন্দ পরিচালক ও চিত্রনাট্যকার রাকেশ রোশানের। কিয়ারার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। এখন শুধু ঘোষণা দেয়ার পালা। কিয়ারা ছাড়াও সিনেমায় দেখা যাবে আরেকজন নায়িকাকে।
কৃশ ৪ সিনেমায় কৃতি শ্যাননের অভিনয় করার কথা ছিল। কিন্তু কৃতির সিডিউল ফাঁকা না থাকায় সিনেমাটিতে অভিনয় করতে পারছেন না তিনি। তাছাড়া কৃশ ৪ এ কৃতির অভিনয়ের বিষয় নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল দর্শক মহলে।
হৃত্বিক অভিনীত শেষ সিনেমা ওয়ার বলিউড বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। মুক্তির কিছুদিন পরেই তিন শ’ কোটি রুপি ঘরে তোলে প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস।
অন্যদিকে বলিউডের নতুন ক্রেজ কিয়ারা আদভানি। তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। কিয়ারা অভিনীত সিনেমা লাক্সমি, ইন্দু কি জাওয়ানি রয়েছে মুক্তির অপেক্ষায়।