নিজের সৌন্দর্য নিয়ে দুর্ভাগ্যের শিকার হওয়া এক মেয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ শিকল। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা। এর মাধ্যমে ওয়েব সিরিজে প্রথমবারের মতো কাজ করলেন সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।
রেড ডিজিটালের বিনোদন প্ল্যাটফর্ম বিঞ্জ-এ ১০ ডিসেম্বর থেকে সিরিজটি দেখতে পারবেন দর্শকরা। নন্দিনী নামের এক মেয়ের সংগ্রাম, প্রেম, প্রলোভন এই গল্পের মূল বৈশিষ্ট্য। নানা রকম নেতিবাচক ঘটনার কারণে এক সময় নিজের সৌন্দর্যকেই শত্রু মনে করে মেয়েটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিরিজটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। তানজিন তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।
প্রায় ১৪৫ মিনিটের এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন মুশফিকুর রহমান মঞ্জু। সিরিজটি ১৩ বছরের উপরে সব বয়সীরাই দেখতে পারবেন।
রেড ডিজিটালের পরিচালক আরমান আহমেদ সিদ্দিকী বলেন, ‘সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, নির্যাতনের ঘটনাগুলোই ওয়েব সিরিজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে বিঞ্জ। এতে বিনোদনের পাশপাশি সামাজিক ও পারিবারিক নানা সমস্যার বিষয়ে জনসচেতনতাও তৈরি হয়।’