বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়েব সিরিজে দ্বৈত চরিত্রে সাবা

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২০ ১৫:৪৮

সিরিজটি সম্পর্কে সোহানা বলেন, ‘মানুষের একটা ধারণা যে, ওয়েব সিরিজ মানেই তাতে ডার্ক কন্টেন্ট থাকবে, কিন্তু পরিবারের সঙ্গে বসেও যে ওয়েব সিরিজ দেখা যায়, এটা প্রমাণ করবে টুইন রিটার্নস।’  

দেশের অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জে ২৫ ডিসেম্বর আসছে নতুন সিরিজ টুইন রিটার্নস। সিরিজটি প্রযোজনা করেছেন এবং চিত্রনাট্য লিখেছেন অভিনেত্রী সোহানা সাবা।

সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে সিরিজটিরমন শিরোনামের একটি গানের টিজার। ফেসবুক ও ইউটিউবে শিগগিরই প্রকাশ হবে সম্পূর্ণ গানটি। ১৭ ডিসেম্বর প্রকাশ হবে সিরিজটির দ্বিতীয় গান।

সিরিজটি নিয়ে নিউজবাংলার সঙ্গে কথা হয় সোহানা সাবার। 

২০১৩ সাল থেকে গল্পটি বয়ে বেড়াচ্ছেন সোহানা সাবা। সে বছর বিদেশি একটি গল্প পড়ে খুব ভালো লাগে সাবার। নিজের মতো করে গল্পের কিছুটা লিখেও ফেলেন তিনি। অপেক্ষায় ছিলেন গল্পটি নিয়ে কাজ করার। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি।

সাবা বলেন, ‘আমি খুঁজছিলাম কাকে দিয়ে এই গল্পের স্ক্রিপ্ট লেখানো যায়। কিন্তু আমার মনের মতো কাউকে পাচ্ছিলাম না। তখন মনে হল, আমার চিন্তাকে আমার চেয়ে ভালো গুছিয়ে লিখে দিতে পারবে না কেউ। তাই আমিই লিখে ফেললাম।’

টুইন রিটার্নস সিরিজের পোস্টার

 

পারিবারিক একটি গল্প নিয়ে তৈরি টুইন রিটার্নস। সিরিজটির গল্প নিয়ে সোহানা বলেন, ‘মানুষের একটা ধারণা যে, ওয়েব সিরিজ মানেই সেটা হবে ডার্ক কনটেন্ট, সেখানে যৌনতা থাকবে, থ্রিল থাকবে। কিন্তু পরিবারের সঙ্গে বসেও যে ওয়েব সিরিজ দেখা যায়, এটা প্রমাণ করবে টুইন রিটার্নস। এটা দুই জমজ বোনের গল্প।’  

ছয় পর্বের সিরিজটির শুটিং হয় সিলেটের নাজিমগড় রিসোর্ট ও কলকাতায়। এতে অভিনয় করেছেন সোহানা সাবা, মনোজ প্রামাণিক, রিধিশ চৌধুরী, মাজনুন মিজান ও রুনা খান। সিরিজটির পর্ব পরিচালনা করেছেন আলোক হাসান।

এ বিভাগের আরো খবর