বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদ্রিদে সেরা হলেন জয়া

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২০ ১৪:১২

প্রতিক্রিয়ায় জয়া আহসান জানান ‘এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো?’ রবিবারের সব শিল্পী আর কুশলীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।’

কলকাতার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত রবিবার সিনেমার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন জয়া আহসান। মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০- এ বিদেশি ভাষার সিনেমার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

শুধু জয়াই নন, রবিবার সিনেমার জন্য অতনু ঘোষ পেয়েছেন বিদেশি ভাষার সিনেমার সেরা চিত্রনাট্যের পুরস্কার।

করোনা পরিস্থির কারণে অনলাইনে ঘোষণা করা হয়েছে বিজয়ীদের নাম। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন জয়া।

একটি ভিডিও ক্লিপ শেয়ার করার পাশাপাশি জয়া লেখেন, ‘মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০–এ ‘রবিবার’ ছবির মুকুটে দুটো পালক যুক্ত হলো। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন এ ছবির পরিচালক অতনু ঘোষ।

‘এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর নিয়ে এলে অতনুদা! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা।

‘বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার দেয়া হয়েছে আমাকে। এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এল, সিংহভাগ অবদানই তোমার।

রবিবার সিনেমার দৃশ্য

 

‘এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো?’ রবিবারের সব শিল্পী আর কুশলীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।’

রবিবার সিনেমায় জয়া প্রথমবারের মতো অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি।

এ বিভাগের আরো খবর