ছোট ও বড় পর্দার অভিনেত্রী অপর্ণা ঘোষ। এবার আর নাটক সিনেমায় নয়, বাস্তব জীবনেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। ৭ ডিসেম্বরে হয়েছে তার আশীর্বাদ আনুষ্ঠান। বৃহস্পতিবার তার বিয়ের আনুষ্ঠানিকতার কথা রয়েছে।
অপর্ণার বরের নাম শক্রজিৎ দত্ত। জাপানের একটি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি।
বিয়ে প্রসঙ্গে অপর্ণার সঙ্গে কথা বলা যাচ্ছে না। অনেক সময় তিনি তার ফোন বন্ধ করে রাখছেন; অনেক সময় ফোন রিসিভ হচ্ছে না।
শক্রজিৎ দত্ত ও অপর্ণা ঘোষ
অপর্ণার সহকর্মীদের কাছ থেকে জানা যায়, শক্রজিৎ দত্ত, অপর্ণা দীর্ঘদিনের বন্ধু ও ভালোবাসার মানুষ। এবার সেই ভালোবাসা পরিণতি পেল বিয়ের মাধ্যমে।
নবদম্পতির সঙ্গে নির্মাতা সাফায়ত মনসুর রানা
অপর্ণা অভিনীত সিনেমাগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেঘমল্লার, মৃত্তিকা মায়া, সুতপার ঠিকানা, ভুবন মাঝি, গন্ডি। প্রায় প্রতিটিই বিভিন্নভাবে সমাদর পেয়েছে দর্শক ও সমালোচক মহলে।
সহকর্মীদের সঙ্গে নবদম্পতি
মৃত্তিকা মায়া চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৩ সালে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অপর্ণা।