ঢাকাই সিনেমার অভিনেতা ডিপজল অনেক দিন ধরেই অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে যান তিনি। সেখানে শারীরিক পরীক্ষার পর তার হার্টে ধরা পড়েছে দুটি ব্লক।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইতে চিকিৎধীন। সবার কাছে দোয়া চেয়েছেন।’
অসুস্থতার কারনে গত সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডিপজল। ২০১৭ সালেও হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছিল তার।
ডিপজল খল চরিত্রে অভিনয় শুরু করলেও ধীরে ধীরে তিনি নায়কের চরিত্রে অভিনয় শুরু করেন। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে চাচ্চু, দাদীমা, কোটি টাকার কাবিন, আম্মাজান।