বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কল্যাণ তহবিল গঠন করার দাবি নাটকের শিল্পীদের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ ডিসেম্বর, ২০২০ ১৫:৪৮

অভিনয়শিল্পী সংগঠনের তাদের দাবি, ৬৫ বছরের শিল্পীদের মাসিক ভাতা প্রদান, আহত ও দুরারোগ্য শিল্পীদের জন্য চিকিৎসা ভাতা প্রদান, শারীরিক ও মানসিকভাবে অক্ষম শিল্পীদের জন্য মাসিক অথবা এককালীন অর্থ ভাতা প্রদান কল্যাণ তহবিলের অংশ হওয়া উচিৎ।

টেলিভিশন শিল্পী কলাকুশলীদের জন্য সরকারি কল্যাণ তহবিল গঠনের দাবি জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সোমবার ৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানায় সংগঠনটি। 

তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তারা এ দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের উপদেষ্টা মামুনুর রশীদ, সভাপতি শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায়সহ অনেকে। 

মামুনুর রশীদ বলেন, ‘করোনাকালীন সময়ে সাত-আট মাস আমরা কাজ না করে কাটিয়েছি। আমরা ভেবেছিলাম সরকার এসময়ে সব জায়গায় যে প্রণোদনা দিয়েছে, আমরাও তা পাব। কিন্তু দুঃখজনকভাবে তা থেকে আমরা বঞ্চিত হয়েছি। 

‘চলচ্চিত্র শিল্পীদের জন্য একটি কল্যাণ তহবিল গঠন করার বিষয়টি আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেছি। কিন্তু আমাদের টিভি শিল্পীদের জন্য কী আছে?’

নাটকের শিল্পী-কলাকুশলীদের জন্য তহবিল করার কথা অনেকবার বললেও তা বাস্তবায়ন হয়নি বলে উল্লেখ করেন মামুনুর রশীদ। তিনি বলে, ‘আমার ৭০ বছর হয়ে গেছে, কিন্তু এখনও আমার ভাবতে হয়, আমি যদি কাজ না করি, খাবো কী? আজ পর্যন্ত সরকারের তেমন কোনো সহযোগিতা আমরা পাই নি। আজ আমরা সরকারের কাছে অনুরোধ করছি, টেলিভিশন শিল্পীদের জন্য একটি কল্যাণ তহবিল যেন গঠন করা হয়।’

কল্যাণ তহবিলের ধরন কেমন হবে তার বর্ণনাসহ অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য প্রকাশ করা হয়।

তাদের দাবি, ৬৫ বছর বয়স্ক শিল্পীদের মাসিক ভাতা প্রদান, আহত ও দুরারোগ্য শিল্পীদের জন্য চিকিৎসা ভাতা প্রদান, শারীরিক ও মানসিকভাবে অক্ষম শিল্পীদের জন্য মাসিক অথবা এককালীন অর্থ ভাতা প্রদান কল্যাণ তহবিলের অংশ হতে পারে। 

এ দাবিগুলো জানিয়ে তারা জানান যদি তাদের এ দাবি মানা না হয় তবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা দাবি আদায় করবে।

সংবাদ সম্মলেন শুরু হয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে। গুণী অভিনয়শিল্পী যারা গত হয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানানো হয় আয়োজনে।

এ বিভাগের আরো খবর