তারকাবহুল ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’। পরিচালনা করছেন যৌথভাবে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও তানিম নূর। এটি প্রযোজনা করছে ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি ফাইভ।
১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং। পরিচালক কৃষ্ণেন্দু নিউজবাংলাকে বলেন, ‘চলতি মাসেই শেষ হচ্ছে সিরিজের দৃশ্যধারণ। আর ১৭ দিন শুটিং করতে হবে আমাদের।’
সিরিজে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, জাকিয়া বারী মম, ইরেশ যাকেরসহ অনেকে। কৃষ্ণেন্দু জানালেন শুটিংয়ে অংশ নিচ্ছেন সবাই।
সিরিজটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে নতুন বছরে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে এর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়।
নাজিম উদ দৌলার উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে রাজনৈতিক থ্রিলার কন্ট্রাক্ট।
সিরিজটির কাজ শেষ হলে কৃষ্ণেন্দু ও তানিম শুরু করবেন তাদের নতুন ওয়েব সিরিজ ‘হানি মানি ২’।
ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে এটি। এর আগে ‘হানি মানি’ সিরিজও নির্মাণ করেছিলেন এই পরিচালকদ্বয়।
প্রথম সিরিজটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হলেও দ্বিতীয় কিস্তি ফিকশনাল হবে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু।