বিনোদন জগতে দিঘী নাম শুনলেই যে মেয়েটির মুখ ভেসে ওঠে সে আর সেই ছোট্ট মেয়েটি নেই; অনেক বড় হয়ে গেছে। দিঘী এখন সিনেমায় অভিনয় করছেন নায়িকা হিসেবে।
বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে তার ভক্তের সংখ্যা। ফেসবুকে দিঘীর নামে বেশ কয়েকটি ফ্যান পেজ ও অ্যাকাউন্ট রয়েছে। তার কোনোটাই আসলে দিঘীর নিজের নয় বা তিনি নিজে সেগুলো পরিচালনা করেন না।
এসব পেজে নিয়মিত বিভিন্ন বিষয়ে পোস্ট দেয়া হয়। তার মধ্যে থাকে দিঘীর ছবি। থাকে সামাজিক বা রাজনৈতিক কোনো বিষয় নিয়েও পোস্ট। এসব পেজ যারা লাইক দিয়েছেন, যারা অনুসরণ করছেন, তাদের মধ্যে সাংবাদিকরাও আছেন।
পেজগুলোতে লাইকের সংখ্যাও কয়েক লাখ করে। ফলোয়ার আরও বেশি।
এমন একটি পেজে লাইকের সংখ্যা রোববার রাতে ছিল দুই লাখ ৮৪ হাজার। আর ফলোয়ার সংখ্যা ছিল ২৭ লাখ ৩২ হাজারের বেশি।
দিঘী এসব পেজ সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন নিউজবাংলাকে। তিনি বলেন, বেশ কিছু ভুয়া ফ্যান পেজ তিনি রিপোর্ট করে বন্ধ করতে পেরেছেন। কিন্তু কিছু কিছু পেজ আছে যেগুলো নিয়মিত পরিচালনা করা হয় এবং পেজ লাইকের সংখ্যাও বেশি। ফলে সেসব পেজ তাৎক্ষণিকভাবে বন্ধ করা যায়নি।
এসব ভুয়া ফ্যান পেজের সঙ্গে যুক্ত না থাকতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন দিঘী।
দিঘীর আসল ফেসবুক পেজ পাওয়া যাবে এই লিংকে।