বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিনেমার প্লেব্যাকে প্রথমবার নোবেল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ ডিসেম্বর, ২০২০ ১৮:০৫

নিউজবাংলাকে আহম্মেদ হুমায়ূন বলেন, ‘নোবেলের গান রেকর্ডিং স্টাইল একটু আলাদা। একটা গান সুর হওয়ার পর নোবেল আগে সেটা প্র্যাকটিস করে, তারপর রেকর্ডিংয়ে আসে। এই গানটি হবে মেলো-রক ধাঁচের গান।’

দেশের সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করছেন গায়ক নোবেল ম্যান। ইফতেখার শুভ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা মুখোশে টাইটেল গানে কণ্ঠ দেবেন তিনি। এর আগে কলকাতার একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন নোবেল।

গানের কথা লিখেছে তরুণ কবি ও গীতিকার আব্রাহাম তামিম। গানের সুর ও সংগীত পরিচালনা করবেন আহম্মেদ হুমায়ূন।

নিউজবাংলাকে আহম্মেদ হুমায়ূন বলেন, ‘গানটি রেকর্ডিং করতে আমাদের কিছুদিন সময় লাগবে। কারণ নোবেলের গান রেকর্ডিং স্টাইল একটু আলাদা। একটা গান সুর হওয়ার পর নোবেল আগে সেটা প্র্যাকটিস করে, তারপর রেকর্ডিংয়ে আসে। এই গানটি হবে মেলো-রক ধাঁচের গান।’

কিছুদিন আগে আহম্মেদ হুমায়ূন ও নোবেলের নতুন মিউজিক ভিডিও ‘অভিনয়’ প্রকাশ হয়।

 

শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে সিনেমাটি। জানুয়ারির মাঝামাঝি সময়ে সিলেট, সাভারসহ ঢাকার বিভিন্ন জায়গায় এর শুটিং শুরু হবে।  

মুখোশ সিনেমায় অভিনয় করবেন পরীমনি ও রোশান। মোশারফ করিমও আছেন একটি রহস্যময় চরিত্রে। সিনেমায় আরও থাকবেন ইরেশ যাকের, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, সেলিম রেজা, রাশেদ রাশু।  

২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদান পায় ইফতেখার শুভর লেখা উপন্যাস অবলম্বনের মুখোশ সিনেমাটি। পরিচালনার পাশাপাশি সিনেমটি প্রযোজনাও করবেন শুভ।

এ বিভাগের আরো খবর