বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিরবকে নিয়ে সৈকত নাসিরের নতুন সিনেমা

  •    
  • ৫ ডিসেম্বর, ২০২০ ১৭:২৪

এখন পর্যন্ত শুধু নিরবের নামটাই সামনে এসেছে। সিনেমার নাম বা অন্যান্য অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করতে নারাজ পরিচালক।

নিরব-বুবলি জুটিকে নিয়ে সৈকত নাসির পরিচালিত সিনেমা ক্যাসিনো । সিনেমাটি মুক্তির আগেই নিরবকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা সৈকত নাসির।

স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হতে যাওয়া এ সিনেমা নিয়ে এখন পর্যন্ত শুধু নিরবের নামটাই সামনে এসেছে। সিনেমার নাম বা অন্যান্য অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করতে নারাজ পরিচালক।

সৈকত নাসির নিউজবাংলাকে বলেন, ‘নিরবের সঙ্গে আমি দুটি সিনেমার সাইনিং করেছি। কিন্তু সিনেমা দুটি নিয়ে আমি কিছু বলতে চাই না এখনই। সব কাস্টিং সাইনিং হলেই আমি সবাইকে জানাব।’ 

নিরবের সঙ্গে সৈকত নাসিরের দুটি সিনেমার একটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন আসাদ জামান।

সৈকত নাসিরের হাতে এখন বেশ কিছু সিনেমা। যার মধ্যে মাসুদ রানা, নেটওয়ার্ক, জার্নি, গুলশানের চামেলী সিনেমাগুলো অন্যতম। এছাড়া তার পরিচালিত ক্যাসিনো সিনেমাটি আছে মুক্তি অপেক্ষায়। কিছুদিন আগে তিনি শেষ করেছেন বর্ডার সিনেমার দৃশ্যধারণ।

সৈকত নাসিরের শেষ সিনেমা পাষাণ মুক্তি পায় ২০১৮ সালে। এতে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম এবং কলকাতার ওম।

নিরব সম্প্রতি শেষ করেছেন ছায়া বৃক্ষ  সিনেমার শুটিং।

এ বিভাগের আরো খবর