১১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা বিশ্বসুন্দরী । সম্প্রতি প্রকাশিত হয়েছে এর ট্রেলার। এর আগে অনলাইনে দুটি গান ছাড়া হয়।
সিনেমার ট্রেলারে সিয়ামের দুটি সংলাপ একটু অন্যরকম। যার একটি হলো ‘আমি কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করব না’। আর অন্যটি হলো, ‘ভালোবাসা ভুল না, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা ভুল’। এই দুটি সংলাপ ধরে নিউজবাংলার কথা হয় সিয়াম আহমেদের সঙ্গে। সিয়ামের চরিত্রের পাশাপাশি কথোপকথনে বেরিয়ে এসেছে সিনেমাটির থিমও।
সাধারণত সবাই যার যার পছন্দ অনুযায়ী সুন্দর মানুষটাকে চায় জীবনসঙ্গী হিসেবে। কিন্তু সিয়ামের বেলায় কিছুটা ভিন্নতা লক্ষণীয়। ট্রেলারে সিয়ামকে বলতে শোনা যায়, তিনি সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করবেন না।
এ প্রসঙ্গে সিয়াম বলেছেন, ‘আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি, সেই চরিত্রটি সুন্দর মুখের চেয়ে সুন্দর মনকে বেশি গুরুত্ব দেয়। এমন তো হয় যে, সুন্দর দেখতে যিনি তার মানসিকতা ভালো না। আবার উল্টোটাও দেখা যায়। কেউ সুন্দর হোক কিংবা না হোক, আমার অভিনীত চরিত্রটির প্রয়োজন সুন্দর মন। তাই এমন সংলাপ।’
সিনেমায় সিয়ামের সামাজিক অবস্থান জানাটাও এখানে জরুরি। সিয়াম জানান, তার চরিত্রটি অর্থনৈতিকভাবে সাবলম্বী একটি ব্যবসায়ী পরিবারের ছেলের। সিয়ামের মা অনেক কষ্ট করে তাদের ব্যবসা গড়ে তুলেছেন।
স্বাভাবিকভাবে ধারণা করা হয়, টাকাওয়ালা ঘরের ছেলে সিয়ামের সঙ্গে সুন্দরী নারীর যোগাযোগ আছে। কিন্তু সিয়াম তাদের মধ্যে সুন্দর মন খুঁজে পান না। সেই অপ্রাপ্তি থেকেই এই সংলাপ।
সুন্দর মুখ ও সুন্দর মন নিয়ে সিনেমায় একটি গানও রয়েছে। সেই গানের ব্যাখ্যায় বলা হয়েছে, একজন স্বাপ্নিক তরুণের বিশ্বাস- সুন্দর এই জগতে সুন্দর মানুষেরই বাস হওয়া উচিত। কিন্তু সব সুন্দর হাসি কি সবসময় সত্যিটা বলে? নাকি হাসির পেছনেও থাকে কিছু গল্প, নিকষ কালো আঁধারের গল্প!
এ থেকে সহজেই ধারণা করা যায় যে, সুন্দর মুখ হলেই সুন্দর মন হওয়ার কোনো কারণ নেই। এই কথাটাই প্রতিষ্ঠত করার একটি তাগিদ থাকবে বিশ্বসুন্দরীতে।
‘ভালোবাসা ভুল না, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা ভুল’ সিয়ামের কণ্ঠে এই সংলাপটি বিশ্বসুন্দরী সিনেমাটি কেমন হতে পারে বা চরিত্রগুলো কেমন- তার ধারণা পেতে সাহায্য করে।
সিয়ামের মতে এই সিনেমার থিম আসলে একেক জনের কাছে একেক রকম হবে। তিনি বলেন, ‘সিনেমাটির ঘরানা আমি ঠিক বলতে পারব না। তবে এটা বলতে পারি যে সিনেমাটি নিয়ে দর্শকদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হবে।’
‘ভালোবাসা ভুল না, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা ভুল’- সিয়ামের এই সংলাপটি বলার কারণ কী? সিয়াম কি ভুল কোনো মানুষকে ভালোবাসেছেন? সিয়াম বলেন, ‘এই সংলাপটি বলার কারণটা বলতে গেলে সিনেমার গল্প বলতে হবে। তাই এটা এখন বলা যাচ্ছে না।’
এই সিনেমার একটি দর্শন রয়েছে জানিয়ে নিউজবাংলাকে সিয়াম বলেন, ‘আমরা অনেক সময় এটা মনে করি যে, আমি যাকে ভালোবাসি, সে-ই আমার জন্য পার্ফেক্ট। কিন্তু পরে হয়ত তা নাও হতে পারে।’
এমন কথা থেকে মনে হয় যে বিশ্বসুন্দরী সিনেমায় ঘটতে পারে বিয়োগান্তক ঘটনাও। সিয়ামও বললেন, ‘বিয়োগান্তক ঘটনা তো আমরা বেশি মনে রাখি।’
সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পরীমনি।
তবে ঘটনা যেমনই হোক, সিয়ামের চরিত্রের মাধ্যমে সুন্দর মুখের চেয়ে সুন্দর মন খোঁজার যে অভিপ্রায় তা-ই হয়তো ফুটে উঠবে বিশ্বসুন্দরী সিনেমায়।
সিয়াম আহমেদ শুক্রবার গেছেন উত্তরবঙ্গে। সেখানে তিনি দামাল সিনেমার শুটিং করছেন। টানা ১৬ দিন শুটিং করে ঢাকায় ফিরবেন নতুনদের মধ্যে আলোচিত এই অভিনেতা।