জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী ও কলাকুশলীদের নাম ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। তালিকায় সবচেয়ে বেশি বিভাগে পুরস্কার পেয়েছে মায়া দ্য লস্ট মাদার সিনেমাটি।
আটটি বিভাগে ১০টি পুরস্কার জিতে নিয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক মাসুদ পথিককে দেয়া হয়েছে শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার।
এ নিয়ে কিছুটা মন খারাপ পথিকের। তিনি মনে করছেন, শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কারটি তার জন্য অবমাননাকর।
বৃহস্পতিবার দুপুরে পুরস্কারের তালিকা প্রকাশের পর ফেসবুকে স্ট্যাটাসে এ অনুভূতির কথা জানিয়েছেন পথিক।
তিনি লিখেছেন, ‘সম্প্রতি সময়টাই আমার জন্য কুফা। একে-তো বাবা মারা গেলেন বিনা নোটিশে। এবং আজকের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নিউজটাও আমার জন্য অবমূল্যায়নের।
‘আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ কাহিনীকার পদকটি বিনীতভাবে গ্রহণ না করার কথা ভাবছি। তবে আমি ছাড়া যে বাকি নয় জন জাতীয় পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন রইল।
‘জানি প্রকৃত শিল্পের পথ মসৃণ নয়। সবাই ক্ষমা করবেন আমাকে।’
সবশেষ কী সিদ্ধান্ত নিলেন- এমন প্রশ্নে নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমি এখনো ভাবছি। আমার যারা গুরু, তাদের সঙ্গে কথা বলব এবং তাদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিব।’
এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘যে সিনেমা ৮ বিভাগে ১০টা পুরস্কার জিতল, সেটা কীভাবে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কার পায় না?’