এতদিন তাকে সবাই চিনত এলেন পেজ নামে। সিনেমা জুনো, ইনসেপশন, দ্য আমব্রেলা একাডেমি ওয়েব সিরিজের জন্য তিনি বেশ জনপ্রিয়। ২০০৭ সালে মুক্তি পাওয়া জুনো সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন এলেন পেজ।
কিন্তু এখন আর তিনি এলেন পেজ নন। ৩৩ বছর বয়সী এই কানাডিয়ান অভিনয়শিল্পী ও প্রযোজক ১ ডিসেম্বর ঘোষণা দিয়েছেন যে, জেন্ডার পরিবর্তন করেছেন তিনি। নিজের নাম এলেন পেজ বদলে রেখেছেন এলিয়ট পেজ।
টুইটারে এলিয়ট পেজ এসব তথ্য জানিয়েছেন। সেখানে তিনি লিখেন, ‘আমার বলতে দ্বিধা নেই এবং আমি খুব খুশি যে, আমি একজন ট্রান্স।’
পেজ নিজেকে পুরুষ ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় করিয়েছেন।
নেটফ্লিক্সের দ্য আমব্রেলা একাডেমি সিরিজের মূল চরিত্রে অভিনয় করে আসছেন এলিয়ট পেজ। নেটফ্লিক্স জানিয়েছে, সিরিজে থেকে নারী চরিত্রে অভিনয় করবেন এলিয়ট। তবে ক্রেডিট লাইনে তার নাম ব্যবহার করা হবে এলিয়ট পেজ।
এলিয়টের এমন সিদ্ধান্তে তাকে শুভেচ্ছা জানিয়েছেন হলিউডের এক্স-ম্যান খ্যাত হিউ জ্যাকম্যান, হাল্ক খ্যাত মার্ক রাফালো ও মাইলি সাইরাসের মতো জনপ্রিয় তারকারা।