বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৩তম আসর বসবে ২০২১ সালের ২৫ এপ্রিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে বসবে তারার মেলা।
করোনা মহামারির কারণে এখনকার অনেক আয়োজনই হচ্ছে জুম বা অনলাইন প্ল্যাটফর্মে। তাই ধারণা করা হচ্ছিল যে, অনলাইনে হবে অস্কার আয়োজন।
কিন্তু না, অস্কার আয়োজন কোনোভাবেই জুম বা অনলাইনে হবে না। বিষয়টি নিশ্চিত করেছে অস্কার কর্তৃপক্ষ। অস্কার প্রতি বছর সরাসরি সম্প্রচার করে এবিসি নেটওয়ার্ক। তারাও নিশ্চিত করেছে বিষয়টি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভ্যারাইটি বলছে, সবার সমাগমেই বসবে অস্কার আসর। থিয়েটারে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকেই অংশগ্রহণ করবেন অস্কার আযোজনে।
আয়োজকরা প্রস্তুতি নিচ্ছেন বরাবরের মতো কীভাবে তারা অনুষ্ঠানটি সাজাবেন। ৩ হাজার ৪০০ আসনের ডলবি থিয়েটারে ঠিক কয়জন মানুষকে জায়গা দেয়া হবে, কীভাবে হবে আসন বিন্যাস বা সবকিছুর ব্যবস্থাপনা আগের মতো থাকবে কি না, এগুলো নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
অতিথিদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়েও নেয়া হয়নি কোনো সিদ্ধান্ত। অস্কার পুরস্কারের জন্য মনোনীত অতিথিরা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন কি না, এ নিয়েও নিশ্চিত নন আয়োজকরা।
বয়স্ক অভিনেতাদের উপস্থিতি তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে কি না এটা নিয়েও ভাবতে হবে আয়োজকদের।
এসব কিছু নিয়ে নিশ্চিতভাবেই সিদ্ধান্ত দেবে অস্কার কমিটি। তবে এখন পর্যন্ত শুধু এতটুকুই জানা গেছে যে, ভার্চুয়ালে নয়, সমাগমে হবে অস্কার আয়োজন।