বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার বর্ষার ‘বডিগার্ড’ অনন্ত

  •    
  • ২ ডিসেম্বর, ২০২০ ১৭:৫৪

অনন্ত-বর্ষার পরবর্তী সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে এই জানুয়ারিতে। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনার এই নতুন সিনেমায় মূল চরিত্রে থাকবেন বর্ষা।

অনন্ত-বর্ষা জুটি ছয় বছর পর সিনেমা করছে। তাদের পরবর্তী দুটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়; যার একটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার অ্যাকশন সিনেমা দিন দ্য ডে। আরেকটি অনন্ত জলিলের নিজের প্রযোজনায় দ্য স্পাই। কিছুদিন আগে এই দুটি সিনেমার শুটিং শেষ করেছে আলোচিত তারকা জুটি। 

তুরস্কে হয়েছে কিছু অংশের দৃশ্যধারণ। অনন্ত-বর্ষা সেখানে শুটিং করেছেন টানা ২০ দিন। শুটিংয়ের অভিজ্ঞতা, সিনেমা মুক্তি নিয়ে চিন্তা ও আগামী সিনেমার পরিকল্পনা নিয়ে কথা হয়েছে অনন্ত-বর্ষার সঙ্গে।

নিউজবাংলাকে অনন্ত জলিল বলেন, ‘অভিজ্ঞতা আসলে অনেক। আমরা ৭৩ জন আর্টিস্ট নিয়ে কাজ করেছি। এর মধ্যে অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পী ও অ্যাকশন স্টান্টরা ছিলেন।’

তিনি মনে করেন, তুরস্ক ও ইরানের টেকনিশিয়ান ও প্রোডাকশন টিম আমাদের চেয়ে অনেক এগিয়ে। তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাদের ডিরেক্টর, ডিওপি অনেক প্রফেশনাল।

 

 

‘তুরস্ক ও ইরান অনেক আগে থেকেই সিনেমা, সিরিয়াল বানায়। আমরাও শুরু করেছি আন্তর্জাতিকভাবে কাজ করতে। তাদের সঙ্গে তাল মিলিয়ে কিছু শিখতে’, যোগ করেন অনন্ত জলিল।

তিনি জানান, দিন-দ্য ডে ও দ্য স্পাই সিনেমায় তুরস্ক, ইরান ও বাংলাদেশি অ্যাকশন ডিরেক্টররা কাজ করেছেন। বাংলাদেশ থেকে ছিলেন ইফতেখার চৌধুরী।

অনন্ত জলিলের মতে, তুরস্ক ও ইরানের অ্যাকশনের ধরন হলিউড সিনেমার মতো। তাই সিনেমা দুটির কোরিওগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল সবকিছু হলিউডের মতোই মনে হবে দর্শকদের।

 

সিনেমা দুটির মুক্তির দিন এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে অনন্ত বলেন, ‘সিনেমায় ইরান ও তুরস্ক থেকে বিনিয়োগ করা হয়েছে। বেশ বড় বাজেটের সিনেমাই আমরা  করেছি। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মুক্তি দেয়া হচ্ছে না।’

সিনেমা দুটি নিয়ে খুব আশাবাদী অনন্ত। তিনি বলেন, ‘আমাদের সিনেমাকে অন্য সব দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আগে কী করেছি সেটা নিয়ে পড়ে থাকলে চলবে না। এখন কী হচ্ছে, আগামীতে কী হবে- তা নিয়ে ভাবতে হবে।

‘নতুন টেকনলজি ব্যবহার করে, নতুন গল্প নিয়ে সিনেমা বানাতে হবে। আগের মতো গাছতলায় বসে প্রেম করার গল্প অনেক হয়েছে। এখন সেসব থেকে বের হয়ে আসতে হবে।’

অনন্ত-বর্ষার পরবর্তী সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে এই জানুয়ারিতে। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনার এই নতুন সিনেমায় মূল চরিত্রে থাকবেন বর্ষা। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির নাম নেত্রী- দ্য লিডার, যেখানে অনন্ত থাকবেন বর্ষার বডিগার্ড হিসেবে।

এ নিয়ে ভীষণ খুশি বর্ষা। নিজ মুখেই জানালেন সিনেমা নিয়ে।

‘আসলে আমিই ওকে (অনন্ত জলিল) বলেছিলাম এবার ভিন্ন কিছু করতে, যেখানে আমি মূল চরিত্রে অভিনয় করব। তখন সে বলল আমাকে কিছু দিন সময় দাও। এরপর সে এক-দুই মাস সময় নিয়ে এই গল্পটা আমাকে জানালো’, বলেন বর্ষা।

২০১১ সালে অনন্ত-বর্ষার বিয়ে হয়। তাদের দুই ছেলে আরিজ ও আবরার।

সিনেমায় অনন্তকে সাধারণত দেখা যায়, সব খারাপ থেকে তিনি রক্ষা করছেন তার নায়িকা বর্ষাকে। কিন্তু বাস্তব জীবনে অনন্ত কি পারেন বর্ষাকে নিরাপত্তা দিতে? এমন প্রশ্নের উত্তরে বর্ষা বলেন, ‘আজ ৯ বছরের বেশি হলো তার সঙ্গে ঘর করছি। নিরাপত্তা যদি দিতে না পারত এত দিন থাকা সম্ভব হতো না।’  

এ বিভাগের আরো খবর