দুজনেই জনপ্রিয় অভিনয়ের জন্য। রুদ্রনীলের চ্যাপলিন বা ভিঞ্চি দা সিনেমা কলকাতার পাশাপাশি এদেশেও জনপ্রিয়। অন্যদিকে অনির্বাণ অভিনীত দ্বিতীয় পুরুষ, গুমনামি, ওয়েব সিরিজ ব্যোমকেশ মুগ্ধ করেছে দর্শকদের।
একসঙ্গে এক সিনেমায় অভিনয়ও করেছেন তারা। বিবাহ অভিযান নামের সিনেমায় কমেডি চরিত্রে দেখা গেছে রুদ্রনীল এবং অনির্বাণকে।
আবারও তারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। কাজটি অবশ্যই সিনেমা। এতে তাদের সহশিল্পী হিসেবে দেখা যাবে কিনা, সেটা নিশ্চিত না। তবে রুদ্রনীলের পরিচালনায় অনির্বাণ অভিনয় করবেন সেটা নিশ্চিত। সিনেমার গল্পটিও লিখেছেন রুদ্রনীল।
ভারতীয় গণমাধ্যমে রুদ্রনীল জানিয়েছেন, অনেক দিন ধরেই তার ইচ্ছা অনির্বাণকে নিয়ে কাজ করার। কিন্তু পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে, দর্শক আবার আগের মতো হলে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত পর্দায় আসছে না রুদ্রনীলের সিনেমা।
ওয়েবের জন্য নয়, কাজটি হবে বড় পর্দার জন্য। প্রযোজকদের সঙ্গে কথাও চলছে কাজটি নিয়ে। সব কিছু মিলে গেলেই শুটিংয়ে যাবেন রুদ্রনীল।
রুদ্রনীল এবং অনির্বাণ দুজনেই ইন্সটাতে ছবি পোস্ট করেছেন। দুজনের ছবির একই শিরোনাম ‘রোদ্দুর’। সেই রোদ্দুরে নায়ক কোন নায়িকার সঙ্গে ভিজবেন, তা এখনও রহস্যে রেখেছেন রুদ্রনীল।