দুই বছরের বিরতির পর শাহরুখ খান দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। তারপর থেকেই একের পর এক চমক দিয়েই যাচ্ছেন তিনি। দীপিকা পাডুকোন ও জন আব্রাহামকে নিয়ে শাহরুখের নতুন সিনেমার নাম পাঠান। গোয়েন্দা কাহিনী নির্ভর সিনেমা এটি।
পাঠান সিনেমার শুটিং শুরু হয়েছে ১৮ নভেম্বর। প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন কিং খান। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা যায়, পাঠান সিনেমায় কিং খানের সঙ্গে যোগ দেয়ার সম্ভাবনা আছে সালমান খানের।
সালমান খান অভিনীত সিক্রেট এজেন্ট ঘরানার সিনেমা টাইগার ৩ নির্মিত হবে ২০২১ সালে। এই টাইগারের চরিত্রেই সালমানকে দেখা যেতে পারে পাঠান সিনেমায়। শুধু তাই নয়, টাইগার ৩-তে থাকবেন শাহরুখ খান।
এই যোগসূত্র ঘটানো সম্ভব হয়েছে যশ রাজ ফিল্মসের কারণে। পাঠান ও টাইগার দুটিই যশ রাজ ফিল্মসের প্রযোজনা। এ নিয়ে যশ রাজ ফিল্মসের বড় পরিকল্পনা আছে।
মারভেল স্টুডিওর ব্লকবাস্টার সিনেমা অ্যাভেঞ্জার্স এর মতো তারকায় ভরপুর সুপারহিরো ইউনিভার্সের মতো স্পাই ইউনিভার্স তৈরি করার চিন্তা করছে যশ রাজ ফিল্মস। পাঠান সিনেমায় টাইগারের আবির্ভাব ও টাইগার ৩ সিনেমায় পাঠানের উপস্থিতি এই পরিকল্পনার একটি ছোট অংশ।
দর্শকরা যদি পাঠান ও টাইগার ৩ সিনেমায় শাহরুখ ও সালমানকে দুই সিক্রেট এজেন্ট চরিত্রে একসঙ্গে পছন্দ করে, তাহলে ২০২৩ সালে আদিত্য চোপড়া পাঠান ও টাইগার ৩ সিনেমার সব চরিত্রদের নিয়ে একটি সিনেমা নির্মাণ করবেন।
সেই ছবিতে থাকবে পাঠান ও টাইগারের নায়িকা দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফ।
এ কথাও শোনা যাচ্ছে যে, ঋত্বিক রোশানের ওয়ার সিনেমাও যেহেতু একটি এজেন্ট ঘরানার সিনেমা ও যশ রাজ ফিল্মসের প্রযোজনা, তাই ঋত্বিককেও দেখা যেতে পারে ২০২৩ সালের স্পাই ইউনিভার্সের সেই সিনেমাতে।
যশ রাজ ফিল্মসের পরিচালক আদিত্য চোপড়া যে কোনো মূল্যেই এই পাঁচ তারকাকে নিয়ে সিনেমাটি তৈরি করতে চান। যদি তাই হয়, এই সিনেমাটি হবে বলিউড ইতিহাসে অন্যতম আলোচিত সিনেমা।