বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৬০ পেরিয়ে সুবর্ণা

  •    
  • ২ ডিসেম্বর, ২০২০ ০৯:১২

চলচ্চিত্র ছাড়াও টেলিভিশন নাটকে সুবর্ণা অত্যন্ত জনপ্রিয়। আফজাল হোসেন ও হুমায়ুন ফরিদীর সঙ্গে তার জুটি ছিল দর্শকনন্দিত।  

আশির দশক থেকে দেশের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম সুবর্ণা মুস্তাফা। আজ বুধবার এই অভিনেত্রীর ৬১তম জন্মদিন।

১৯৫৯ সালের ২ ডিসেম্বর জন্ম হওয়া সুবর্ণার ক্যারিয়ার শুরু মঞ্চ নাটক দিয়ে। দীর্ঘ ২২ বছর তিনি মঞ্চে অভিনয় করেছেন।

হুমায়ূন আহমেদের লেখা ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ ও ‘আজ রবিবার’-এ তার চরিত্র মুনা ও মীরা ব্যাপক জনপ্রিয়তা পায়।

১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে আসেন সুবর্ণা। এই সিনেমাকে তিনি ‘সময়ের আগে নির্মিত একটি ছবি’ বলে আখ্যা দিয়েছিলেন এক সাক্ষাৎকারে।

 

১৯৮৩ সালে ‘নতুন বউ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

সুবর্ণার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ঘুড্ডি’, ‘নয়নের আলো’, ‘পালাবি কোথায়’ ও ‘গহীন বালুচর’।

চলচ্চিত্র ছাড়াও টেলিভিশন নাটকে সুবর্ণা অত্যন্ত জনপ্রিয়। বদরুল আনাম সৌদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ডলস হাউজ’ এ তার অভিনয় জনপ্রিয়তা পায়। আফজাল হোসেন ও হুমায়ুন ফরিদীর সঙ্গে তার জুটি ছিল দর্শকনন্দিত।

 

অভিনয়ের জন্য ২০১৯ সালে একুশে পদক পান সুবর্ণা। বর্তমানে তিনি কাজ করছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পল্লীসমাজ অবলম্বনে ‘লীলাবতী’ সিনেমায়।

এ বিভাগের আরো খবর