বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুপারস্টারের সঙ্গে কাজ করার প্রবল ইচ্ছা নেই: পূজা

  •    
  • ৩০ নভেম্বর, ২০২০ ২০:১২

অল্প সময়ের ক্যারিয়ারে দেশীয় প্রযোজনা এবং যৌথ প্রযোজনার সিনেমা মিলিয়ে পাঁচ নায়কের বিপরীতে অভিনয় করে ফেলেছেন পূজা। কিন্ত এখনও কাজ করা হয়নি সুপারস্টার শাকিব খানের সঙ্গে। বিষয়টি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন পূজা।

২০১৪ সালের কথা, তখন কিশোরী চরিত্রে অভিনয় করতেন তিনি। অগ্নি ও কৃষ্ণপক্ষ সিনেমায় তানিশা ও জেবা চরিত্রে অভিনয় করেছেন কিশোরী এই অভিনেত্রী। ২০১৮ সালে নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হন জাহান, পরী ও আশা চরিত্রের মাধ্যমে। মূলত তার পর থেকেই তিনি হয়ে উঠতে থাকেন পূজা চেরি।

পোড়ামন ২ আর দহন সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অবস্থান পাকা করেছেন দেশের চলচ্চিত্রাঙ্গনে। এখন তার অভিনীত শান, জ্বীন ও সাইকো সিনেমা তিনটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আর হৃদিতা সিনেমাটির শুটিং চলছে।

 

শান, জ্বীন ও সাইকো সিনেমায় পূজার বিপরীতে আছেন যথাক্রমে সিয়াম আহমেদ, সজল এবং রোশান। আর হৃদিতায় পূজা জুটি বেঁধেছেন এবিএম সুমনের সঙ্গে। এদের মধ্যে এখন পর্যন্ত সিয়ামের বিপরীতে পূজা বেশি সফল। কেন? এই জুটির রসায়নে কী আছে?

উত্তরে পূজা বলেন, ‘ভালো রসায়নের জন্য ভালো বন্ধুত্বের প্রয়োজন। আমি এখন পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই আমার বড়, কিন্তু তাদের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই আশা করছি সিয়াম আহমেদ ছাড়াও অন্যদের সঙ্গে দর্শকরা আমার সিনেমা পছন্দ করবেন।’

 

চলচ্চিত্রাঙ্গনের অনেকেই নাকি বলেন যে, পূজা চেরির নামেই সিনেমা চলে। কিন্তু না, কথাটি একেবারেই বিশ্বাস করেন না পূজা। পূজা বলেন, ‘আমি ভালো গল্পে কাজ করতে চাই। আমার নামে সিনেমা চলে, এটা একেবারেই ভুল কথা। বরং আমার অভিনীত সিনেমার গল্পের কারণে দর্শকরা সিনেমাটি পছন্দ করেন।’

অল্প সময়ের ক্যারিয়ারে দেশীয় প্রযোজনা এবং যৌথ প্রযোজনার সিনেমা মিলিয়ে পাঁচ নায়কের বিপরীতে অভিনয় করে ফেলেছেন পূজা। কিন্ত এখনও কাজ করা হয়নি সুপারস্টার শাকিব খানের সঙ্গে। বিষয়টি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন পূজা।

তিনি বলেন, ‘সুপারস্টারের সঙ্গে কাজ করতেই হবে, এমন ব্যাকুলতা নেই আমার। তবে যদি প্রযোজক-পরিচালক মনে করেন সুপারস্টারের সঙ্গে আমাকে নিয়ে কাজ করবেন, তাহলে নিশ্চয়ই করব।’

পূজা চেরিকে নিয়ে এখন জোর গুঞ্জন, মাসুদ রানা সিনেমায় তিনি নাকি অভিনয় করবেন সোহানা চরিত্রে। তবে পূজা চেরি সাফ জানিয়ে দিলেন ‘বিষয়টি আমি জানি না।’ আবার তিনি এটাও বলেছেন যে ‘যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান এখনও কিছু জানায়নি, তাই এটা আমি ক্লিয়ার করতে পারছি না।’

 

তবে ফেসবুকে পূজার প্রস্তুতি দেখে সবাই ধারণা করেই নিয়েছেন যে মাসুদ রানা সিনেমাটি ছাড়া এমন ধরনের প্রস্তুতি অন্য সিনেমার জন্য হওয়ার কথা না।

সরকারি অনুদানের সিনেমা হৃদিতা। ছবিটি নিয়ে ভালোই জল ঘোলা হয়েছে। পূজা জানিয়েছিলেন, সিনেমা নিয়ে বেশি অভিযোগ থাকলে সেই সিনেমাটি তিনি করবেন না।

’যেমনটা ভেবেছিলাম তেমন সমস্যা হয়নি বলে সিনেমায় কাজ করছি। তাছাড়া আনিসুল হক স্যারের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে হৃদিতা, সেটাও সিনেমাটি করার বিশেষ আগ্রহ।’

এ বিভাগের আরো খবর