বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওটিটির জন্য প্রযোজনা করবেন নায়িকা ববি

  •    
  • ৩০ নভেম্বর, ২০২০ ১৫:৪০

ববি বলেন, ‘সিনেমা হলের জন্য যেটি করতে চাই, সেটার কাজ পরে শুরু করব। তার আগে অটিটির জন্য একটি কাজ করার ইচ্ছা আছে।’ ববির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ববস্টার ফিল্মস।

নায়িকা হিসেবে ববি সুপরিচিত। তিনি দেশের প্রথম সুপারহিরো ‘বিজলী’। ছবির নাম ভূমিকায় অভিনয় করার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেন ববি। আবারও প্রযোজনায় আসছেন তিনি।

বেশ কিছু পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন ববি। যার মধ্যে সিনেমা হলের জন্য বড় বাজেটের সিনেমা এবং অনলাইন প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট নির্মাণের পরিকল্পনা আছে তার।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘সিনেমা হলের জন্য যেটি করতে চাই, সেটার কাজ পরে শুরু করব। তার আগে ওটিটির জন্য একটি কাজ করার ইচ্ছা আছে।’ ববির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ববস্টার ফিল্মস।

অনলাইন প্ল্যাটফর্মকে আগে তেমন একটা গুরুত্ব দিতেন না ববি। কিন্তু করোনার পরিস্থিতির পর এই মাধ্যমকে সময়োপযোগী বলে মনে করছেন তিনি।

ববি বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্মের কাজ করার জন্য অনেক আগে থেকেই প্রস্তাব পাচ্ছিলাম। কিন্তু সেখানে কাজ করার ইচ্ছা হয়নি। কিন্তু এখন দেখছি যে, অনলাইন প্ল্যাটফর্মের জন্যও অনেক ভালো কাজ হচ্ছে। তাই মনে হচ্ছে স্মার্ট কাজ হলে কেন করব না।’

প্রযোজনার পাশাপাশি অভিনয়েও নামার জন্য প্রস্তুত ববি। তিন থেকে চারটি সিনেমার কাজ শুরু হবে শিগগিরই। ববি বলেন, ‘করোনার কারণে শুটিংয়ে এখনও যাচ্ছি না। কিন্তু কাজ ছাড়াও ভালো লাগছে না। যে কাজগুলো বন্ধ করে রেখেছি, সেগুলো শিগগিরই শুরু করব।’

করোনায় আক্রান্ত ছিলেন নায়িকা ববি। সবার ভালোবাসায় করোনামুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

এ বিভাগের আরো খবর