অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার লতিফুল ইসলাম শিবলী। ‘তুমি আমার প্রথম সকাল’, ‘হাসতে দেখ গাইতে দেখ’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘কেউ সুখি নয়’, ‘নীল বেদনায়’, ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশি’সহ অনেক জনপ্রিয় গান তারই লেখা।
এই গীতিকার আক্রান্ত হয়েছেন করোনায়। খবরটি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন তিনি নিজেই। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়েছেন তিনি।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘২৯ নভেম্বর সকালে করোনা টেস্ট করিয়েছিলাম ফল পেয়েছি সন্ধ্যায়। আমার করোনা পজেটিভ এসেছে। এখন আমার বাড়িতেই আলাদা থাকছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছি। মনে হচ্ছে কাশিটা একটু বেড়েছে।’
অনেকেই ধারণা করেন শরীরচর্চা যারা করেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাই তাদের করোনা হবে না। কিন্তু ভুল প্রমাণিত হয়েছে এই ধারণা। শিবলী অনেক আগে থেকেই জিমনেশিয়ামে শরীর চর্চা করেন। তবুও তার করোনা হয়েছে।
এ জন্য শিবলী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আল্লাহর হুকুম আর তাকদিরের ফায়সালার কাছে ব্যায়াম ফিট বডি সবই অসহায়। আমার করোনা পজেটিভ হয়েছে। হালকা একটু জ্বর আর কাশি ছাড়া এখন পর্যন্ত ঠিক আছি আলহামদুলিল্লাহ্। আইসোলেসনে আছি। দোয়াতে স্মরণ রাখলে চলবে।‘