হারুন অর রশীদ অপু এবং ‘দেবী’ খ্যাত অভিনেত্রী শবনম ফারিয়ার প্রায় আড়াই বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটলো। বিষয়টি শবনম ফারিয়া নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শবনম ফারিয়া লিখেছেন, ‘মানুষ কি বলবে ভেবে- নিজেদের উপর একটু বেশিই টর্চার করে ফেলছিলাম আমরা। জীবনটা অনেক ছোট, এতো কষ্ট নিয়ে বেঁচে থাকার কি দরকার? এইটা ভেবে আমরা এ বছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আমরা আর একসাথে থেকে কষ্টে থাকতে চাই না।’
তিনি আরও লেখেন, ‘আমরা প্রায় আড়াই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও ৫ বছরের পুরানো বন্ধুত্বে ফিরে গিয়েছি। বিবাহে বিচ্ছেদ হয়, কিন্তু ভালবাসার বিচ্ছেদ নেই! বন্ধুত্বের বিচ্ছেদ নেই। যতদিন বেঁচে আছি আমাদের ভালবাসা ও বন্ধুত্ব থাকবে! শুধু বৈবাহিক বন্ধন থেকে আমাদের সম্পর্কের ইতি টেনে নিলাম।’
সাবেক স্বামী হারুন রশিদ অপুর জন্য সেই লেখায় শুভ কামনা জানিয়েছেন ফারিয়া। তিনি লেখেন, ‘অপুর জন্যে আমার অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভ কামনা। আমরা যে সুখের জন্যে আলাদা হলাম আমরা যেন সে সুখ খুঁজে পাই।’
ফারিয়া জানান, তারা একে অন্যের ওপর সম্পূর্ণ সন্মান বজায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন।