বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘খোকা’ খ্যাত অনির্বাণের বিয়ে

  •    
  • ২৮ নভেম্বর, ২০২০ ১৪:৩৬

বিয়েতে দুজনের পরনে ছিল লাল রংয়ের পোশাক। অনির্বাণ পরেছিলেন লাল পাঞ্জাবি আর মধুরিমা ছিলেন লাল রংয়ের শাড়িতে। আর রিসেপশন অনুষ্ঠানে অনির্বাণকে দেখা গেছে সাদা পাঞ্জাবী ও ঘন নীল রঙের শালে। স্ত্রী মধুরিমা সেজেছিলেন ছাই রঙের জমকালো শাড়িতে।

কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবার বিয়ের পিঁড়িতে। কনে মধুরিমা গোস্বামী। ‘সংঘারাম’ নাট্যদলের দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী দুজন।  ২৬ নভেম্বর বিয়ে হয় তাদের।

পরিবার, বন্ধুমহল ও সহকর্মীদের নিয়ে ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান করেছেন নব দম্পতি। রিসেপশন অনুষ্ঠানও ছিল ছিমছাম।

অনুষ্ঠানের সব ছবিতে হাসিমুখে দেখা গেছে অনির্বাণ ও মধুরিমাকে। বিয়েতে দুজনের পরনে ছিল লাল রংয়ের পোশাক। অনির্বাণ পরেছিলেন লাল পাঞ্জাবি আর মধুরিমা ছিলেন লাল রংয়ের শাড়িতে। আর রিসেপশন অনুষ্ঠানে অনির্বাণকে দেখা গেছে সাদা পাঞ্জাবী ও ঘন নীল রঙের শালে। স্ত্রী মধুরিমা সেজেছিলেন ছাই রঙের জমকালো শাড়িতে।

 

নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৃজিত-মিথিলা দম্পতি, অনুপম রায়, সোহানী সরকার, রুদ্রনীল ঘোষ।

অনুষ্ঠানে এই নতুন দম্পতিকে চমকে দিয়েছে তাদের নাট্যদল ‘সংঘারাম’। অনির্বাণ ও মধুরিমাকে না জানিয়ে তারা প্রস্তুতি পরিবেশন করেছেন নাচ, গান ও অভিনয়ের।

 

অনির্বাণ ভট্টাচার্য কলকাতার সিনেমা জগতে জনপ্রিয়তা পান ঈগলের চোখ সিনেমা দিয়ে। এছাড়া, ঘরে বাইরে আজ, আরশিনগর, এক যে ছিল রাজা, শাহজাহান রিজেন্সি, অনির্বাণ অভিনীত জনপ্রিয় সিনেমা।

এ বিভাগের আরো খবর