অ্যাকশন হিরো খ্যাত অনন্ত জলিলের দুই সিনেমা দিন-দ্য ডে এবং দ্য স্পাই। দিন-দ্য ডে সিনেমাটি পরিচালনা করছেন ইরানের মুর্তজা অতাশ জমজম আর দ্য স্পাই সিনেমাটি পরিচালনা করছেন অনন্ত জলিল নিজেই।
শেষ হয়েছে দুটি সিনেমার অধিকাংশ দৃশ্যধারণ। বাকি ছিল অ্যাকশন দৃশ্যের শুটিং। সেই দৃশ্যায়নই সম্প্রতি শেষ হয়েছে তুরস্কে। আর এই দুই সিনেমার অ্যাকশন দৃশ্যের পরিচালক হিসেবে কাজ করেছেন ইফতেখার চৌধুরী।
টানা সতের দিন তুরস্কের বিভিন্ন জায়গায় হয়েছে সিনেমা দুটির অ্যাকশন দৃশ্যের শুটিং। ইফতেখার চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘চারশ জনের ইউনিট নিয়ে কাজ করেছি সেখানে। গাড়িতে এবং পানিতে বেশ কিছু জমজমাট অ্যাকশন দেখতে পাবেন দর্শকরা।’
ইফতেখার চৌধুরীর পরিচালনায় আরও কিছু সিনেমা নির্মিত হওয়ার কথা হয়েছে। এর মধ্যে অভিনেত্রী রাজ রিপাকে নিয়ে মুক্তি এবং ঢাকাই সিনেমা সুপারস্টার শাকিব খানকে নিয়ে লন্ডন লাভ অন্যতম।
সপ্তাহখানেক আগে ঢাকায় ফিরেছেন তিনি। আর ঢাকায় ফিরেই জানতে পেয়েছেন লন্ডন লাভ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী কৌশানী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ঠিক যে কৌশানীর সঙ্গে কথা হয়েছে। কিন্তু সিনেমায় তার চুক্তি হওয়ার বিষয়টি এখনও আধাআধি অবস্থায় রয়েছে।’
ইফতেখার জানান, লন্ডন লাভ সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন। একজন বাংলাদেশ থেকে, একজন কলকাতা থেকে এবং লন্ডন থেকেও একজন অভিনেত্রী থাকবেন।
তবে এতো সিনেমার মধ্যেও পরিচালক ইফতেখার চৌধুরীর স্বপ্নের প্রজেক্ট হয়ে আছে পিকনিক নামের সিনেমাটি। পাঁচ বছরেরও বেশি সময় আগে এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন ইফতেখার। কিন্তু নানা কারণে শুরু করা হয়নি ছবিটির কাজ। এবার নিজের প্রযোজনাতেই শুরু করতে চান সিনেমাটি।