বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫০০ জনের ইউনিট নিয়ে শুরু হচ্ছে দামাল সিনেমা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ নভেম্বর, ২০২০ ১২:৫২

স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত হবে দামাল ছবিটি। তবে গল্পের রেশ থাকবে বর্তমানের নারী ফুটবল দল পর্যন্ত। তাই সিনেমায় থাকছে পিরিওডিক পার্ট এবং বর্তমান সময়ের গল্প।

রায়হান রাফি পরিচালিত এবং ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমা দামাল। ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সিনেমার শুটিং। তার আগে ২২ নভেম্বর সোমবার সিনেমার শিল্পীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় বনানীতে।

সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শরিফুল রাজ, শাহনাজ সুমি, নাজমুস সাকিব, সামিয়া অথৈ, পূজা ক্রুজ, সারওয়াত আজাদ বৃষ্টিসহ আরও অনেক শিল্পী। এই সিনেমা নির্মাণে কাজ করবে ৫০০ জনের ইউনিট।

মূলত স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত হবে ছবিটি। তবে গল্পের রেশ থাকবে বর্তমানের নারী ফুটবল দল পর্যন্ত। তাই সিনেমায় থাকছে পিরিওডিক পার্ট এবং বর্তমান সময়ের গল্প।

সিনেমার ক্রিয়েটিভ প্রোডিউসার আবু শাহেদ ইমন অনুষ্ঠানে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে গৌরবের অনেক ঘটনার মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২১ সালে আমরা স্পর্শ করতে যাচ্ছি স্বাধীনতার পঞ্চাশ বছর। স্বাধীন বাংলাদেশের এই পথচলায় দামাল ছবিটি গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে থাকবে বলে আমি আশা করি।’

দামাল সিনেমার অভিনয়শিল্পী, পরিচালক এবং ক্রিয়েটিভ প্রোডিউসার

রায়হান রাফি জানান, এতবড় ইউনিট নিয়ে এটি তার প্রথম কাজ। সবার সহযোগিতায় ভালো একটি সিনেমা তিনি উপহার দিতে চান সবাইকে।

রায়হান রাফির পরিচালনায় তৃতীয় সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। এই অভিনেত্রী জানান, দামাল হতে যাচ্ছে তার অভিনীত প্রথম মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের সিনেমা।

অন্যদিকে সিয়াম বলেন, ‘রায়হান রাফির সিনেমায় শেষ পর্যন্ত শুধু অভিনেতা থাকতে পারি না। আরও অনেককিছুর সঙ্গে জড়িয়ে যেতে হয়। সিনেমা নিয়ে আর বেশি কথা বলতে চাই না। এখন আসলে করে দেখানোর সময়।’

ছবিটির গল্পকার ফরিদুর রেজা সাগর। চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা এবং রায়হান রাফি।  

এ বিভাগের আরো খবর