সাঁওতালদের জীবন ও সংস্কৃতি নিয়ে সোয়েব সাদিক সজীব নির্মাণ করছেন ‘সুজুকি’ নামের চলচ্চিত্র। সাঁওতালদের ভূমি রাজশাহীর বরেন্দ্রভূমিতেই হয়েছে এর শুটিং।
৫ থেকে ১৫ নভেম্বর বরেন্দ্রভূমির সাঁওতাল পল্লিতে হওয়া শুটিংয়ে অংশ নেন অভিনেতা শিপন মিত্র, শহীদুল আলম সাচ্চু, দিলারা জামান, সৈয়দা ফারজানাসহ অনেকে।
ছবিটি নিয়ে শিপন মিত্র নিউজবাংলাকে বলেন, ‘অসম্ভব ভালো কাজ হয়েছে। রাজশাহীর সাঁওতাল পল্লিতে টানা শুটিং করেছি। সিনেমায় আমার নাম দিপেন। আমি মূলত সেখানকার জমিদারের ছেলে। আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু।’
সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন সৈয়দা ফারজানা। নাম তার সুজুকি। সাঁওতাল এই শব্দের অর্থ কঠোর পরিশ্রমী। এই চরিত্রে অভিনয় করতে অভিনেত্রীকে বেশ কিছুদিন থাকতে হয়েছে সাঁওতাল পল্লিতে।
সিনেমাটির রচয়িতা বরজান হোসেন। তিনি ও পরিচালক সজীব তিন মাস সাঁওতাল পল্লিতে থেকে গল্পের ভিত তৈরি করেছেন।
অভিনেতা শিপন বলেন, ‘এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে সংশ্লিষ্টদের মূল লক্ষ্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।’
সিনেমার সেট থেকে। ছবি: সংগৃহীত
সাঁওতালদের সংস্কৃতি অনুযায়ী সিনেমায় রাখা হয়েছে তিনটি গান। আর নায়ক-নায়িকাকেন্দ্রিক গান রাখা হয়েছে দুটি। সিনেমার দুটি ধরন হবে। যে ধরনটি দেশে মুক্তি পাবে, সেটাতে ব্যবহার করা হবে পাঁচটি গান। আর অপরটিতে ব্যবহার করা হবে তিনটি গান; ফেস্টিভ্যালের জন্য।
সুজুকি সিনেমার সেটে দিলারা জামান ও শিপন মিত্র।
বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সাঁওতালদের জীবন ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক। তার পাশাপাশি একটি সামাজিক বার্তাও উঠে আসবে সিনেমাটিতে।