সত্যজিৎ রায়ের গোয়েন্দা চরিত্র ফেলুদা নিয়ে তৈরি হয়েছে অনেক সিনেমা। সত্যজিৎ ছাড়াও অন্যান্য পরিচালকেরা বিভিন্ন সময়ে সিনেমা নির্মাণ করেছেন ফেলুদা চরিত্র নিয়ে। এই অন্যান্য পরিচালকের তালিকায় এবার যুক্ত হলেন সৃজিত মুখার্জি। তবে এবার সিনেমা নয় ওয়েব সিরিজ।
অনলাইন প্ল্যাটফর্ম আড্ডাটাইমসের জন্য ছিন্নমস্তার অভিশাপ গল্প অবলম্বনে দুই পর্বের ওয়েব সিরিজ নির্মাণ করেছেন সৃজিত, নাম ফেলুদা ফেরত।
ফেলুদা ফেরত ওয়েব সিরিজের দৃশ্য
ফেসবুক ও ইউটিউবে শনিবার সিরিজটির প্রথম সিজনের ট্রেলার প্রকাশ পেয়েছে অনলাইনে।
সৃজিতের পরিচালনায় ফেলুদা বা প্রদোষ চন্দ্র মিত্র চরিত্রে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী। অভিনয়ে আরও আছেন কল্পন মিত্র, অনির্বাণ চক্রবর্তী, ঋষি কৌশিক, ধৃতিমান চট্টোপাধ্যায়, খরজ মুখার্জি, পাওলমি দাস, শাহরিয়ার শাকিল।
ফেলুদা ফেরত ওয়েব সিরিজের দৃশ্যে ধৃতিমান চট্টোপাধ্যায়
ঝাড়খন্ডের জঙ্গলে জন্ম নেয়া এই রহস্যময় গল্পের সুত্রপাত হয় যখন ফেলুদা তার দলকে নিয়ে এক আইনজীবীর বাড়িতে বেড়াতে যান। ঘটনাক্রমে সে আইনজীবীর রহস্যময় মৃত্যু হয়। মৃত্যুর আগে ফেলুদাকে তিনি দিয়ে যান রহস্য সমাধানের কিছু সূত্র।
সিরিজের ট্রেলারের এক অংশে ফেলুদাকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি শিকার করেন?’
ফেলুদার রহস্যময় উত্তর, ‘শুধু মানুষ!’