অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস। একদল কিশোর-কিশোরীর সঙ্গে অন্য জগতের ভয়ংকর প্রাণীদের লড়াই নিয়ে রোমাঞ্চকর সায়েন্স ফিকশন সিরিজ এটি।
২০১৬ সালে প্রকাশ হয় এ সিরিজের প্রথম সিজন। তিনটি সিজন প্রকাশ পেয়েছে এখন পর্যন্ত। প্রথম সিজনের পরেই ব্যাপক জনপ্রিয়তা পায় উইনোনা রাইডার, মিলি ববি ব্রাউন, ফিন উলফহারড, ডেভিড হারবার, নাতালিয়া ডায়ের অভিনীত এ সিরিজটি।
সম্প্রতি স্ট্রেঞ্জার থিংস প্রকাশ করেছে চতুর্থ সিজনের নতুন অভিনেতাদের নাম। এ তালিকায় আছেন দ্য মর্টাল ইনস্ট্রুমেন্টস: সিটি অব বোনসের জেমি ক্যাম্পওয়েল বোয়ার, বুকসমার্টের এডওয়ার্ডো ফ্রাঙ্কো, ক্যাথরিন দ্য গ্রেটের জোসেফ কুইন।
নতুন মুখের তালিকায় আরও আছেন গেম অব থ্রোনসের টম লাশিহা, ওয়েস্টওয়ার্ল্ডের শারমান অগাস্টাস, দ্য গোল্ডবার্গসের মেসন ডাই, জিনিয়াসের নিকোলা ডিজুরিকো ও অ্যা নাইট্মেয়ার অন এল্ম স্ট্রীট ফ্রাঞ্চাইজের রবার্ট ইংগ্লুন্ড।
স্ট্রেঞ্জার থিংস সিরিজের নতুন অভিনয়শিল্পী
নভেম্বর মাসের শুরু থেকে স্ট্রেঞ্জার থিংসের টুইটারে দ্য হেলফায়ার ক্লাব নিয়ে পোস্ট করা হচ্ছিল। এখন জানা গেল দ্য হেলফায়ার ক্লাব আসলে চতুর্থ সিজনের প্রথম এপিসোডের নাম ।
আশির দশকের এক সাহসী মেটালহেড তরুণ এডি মানসনের চরিত্রে অভিনয় করবেন জোসেফ কুইন। দ্য হেলফায়ার ক্লাবের পুরো ঘটনা গড়ে উঠবে এডি মানসনকে কেন্দ্র করে।
স্ট্রেঞ্জার থিংসের নতুন সিজনে একটি মানসিক হাসপাতালকে ঘিরেই তৈরি হয়েছে গল্প। এ হাসপাতালের কর্মীর চরিত্রে থাকবেন জেমি ক্যাম্পওয়েল বোয়ার। মানসিক হাসপাতালের প্রতিদিনের নির্মম ঘটনার সাক্ষী তিনি।
রবার্ট ইংগ্লুন্ড অভিনয় করবেন ভিক্টর ক্রিল নামের একজন মানসিক রোগীর চরিত্রে, যিনি ১৯৫০ সালের এক নারকীয় হত্যার আসামি।
চার্লি হিটন অভিনীত জোনাথন চরিত্রটি পাবে একজন নতুন বন্ধু। এডওয়ার্ডো ফ্রাঙ্কো অভিনয় করবেন সেই নতুন বন্ধু আরগিলের চরিত্রে।
১৪ ফেব্রুয়ারি স্ট্রেঞ্জার থিংস সিজন চারের টিজার প্রকাশ করে।
স্ট্রেঞ্জার থিংস সিরিজে দুটি ভিন্ন জগতের গল্প দেখানো হয়। যেখানে ভিন্ন একটি জগতের সঙ্গে যুক্ত হয় বাস্তব জগতের চরিত্রগুলো। সিরিজে সেই ভিন্ন জগতকে বলা হয় আপ সাইড ডাউন। এর সঙ্গে মিলিয়ে নতুন অভিনেতাদের নাম প্রকাশ করা হয়েছে আপ সাইড ডাউন বা উল্টো ছবি দিয়ে।