বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ‘৩৩’ শিল্পী

  • প্রতীক আকবর, ঢাকা   
  • ২১ নভেম্বর, ২০২০ ১৪:৫৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মনোগ্রামসহ ৩৩টি পাটের ব্যাগ, চেক ফোল্ডার এবং সার্টিফিকেট ফোল্ডারের টেন্ডার দেয়া হয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত নয়।

চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয় ২৮টি বিভাগে। স্বাভাবিকভাবে ২৮টি বিভাগে ২৮ জন শিল্পীর বিজয়ী হওয়ার কথা। কিন্তু এবার বিজয়ীর সংখ্যা আরও বেশি।

তথ্য মন্ত্রণালয় থেকে গত ১৭ নভেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মনোগ্রামসহ ৩৩টি পাটের ব্যাগ, চেক ফোল্ডার এবং সার্টিফিকেট ফোল্ডারের টেন্ডার দেয়া হয়েছে। উপসচিব শাহানারা বেগমের স্বাক্ষর করা টেন্ডারটির দেখেই ধারণা করা হচ্ছে, এবারের বিজয়ী ৩৩ জন।

এ বিষয়ে নিউজবাংলার কথা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের অন্যতম সদস্য ও ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীরের সঙ্গে।

তিনি বলেন, ‘টেন্ডারে ৩৩ সংখ্যা দেখে একেবারে বলা যাবে না যে, ৩৩ জনই পুরস্কার পাচ্ছেন। এই সংখ্যা বাড়তে বা কমতে পারে। যে সামগ্রীর জন্য টেন্ডার করা হয়, তা কমানো বা বাড়ানোর একটা সুযোগ টেন্ডারে রাখা হয়।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মনোগ্রামসহ ৩৩টি পাটের ব্যাগ, চেক ফোল্ডার ও সার্টিফিকেট ফোল্ডারের টেন্ডার

বিজয়ীদের যে তালিকাটি জুরি বোর্ড সুপারিশ করেছে, সেটির তেমন কোনো পরিবর্তন না হলে এবার ২৮টি বিভাগে পুরস্কার পাবেন ৩৩ জন। আর তা না হলে কিছু কম-বেশি হতে পারে। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত নয়।

চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে, গায়ক, গায়িকা, অভিনেতা, অভিনেত্রী এবং সিনেমা বিভাগে শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার দেয়া হবে যৌথভাবে।

দেশীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে বিভিন্ন শাখায় দেয়া হবে পুরস্কার। 

এ বিভাগের আরো খবর