বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় ১৪ জুন। মৃত্যুর তদন্ত শুরু হওয়ার পর থেকেই নানা ধরনের খবরে ছয়লাব ভারতীয় গণমাধ্যম।
সেইসব সংবাদে রং মাখিয়ে, সত্য-মিথ্যা যাচাই না করেই অনলাইনে ভিডিও কনটেন্ট তৈরি করে আসছিল বিহারের রশিদ সিদ্দিকি নামের এক ইউটিউবার। মিথ্যে খবরের সেই কনটেন্ট প্রকাশের মাধ্যমে গত ৪ মাসে প্রায় ১৫ লাখ টাকারও বেশি উপার্জন করেছেন তিনি। ইউটিউবটির সাবস্ক্রাইবার বেড়েছে ১ লাখ।
ভালোই চলছিল, কিন্তু বিপত্তি বাধে যখন সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়ানো হয় বলিউড স্টার অক্ষয়ের নাম। ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জনপ্রিয় এই অভিনেতা।
ভারতীয় পুলিশ ইউটিউবারকে গ্রেফতার করেছিল। কিন্তু আদালত ইউটিউবারের আগাম জামিন দিয়েছে।
রশিদ ইউটিউব কনটেন্টে জানান, অক্ষয় কুমার সুশান্তের মৃত্যু নিয়ে মুম্বাই পুলিশ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরের ছেলে আদিত্য ঠাকুরে সঙ্গে গোপন বৈঠক করেন এবং সুশান্তের প্রেমিকা রিয়াকে কানাডায় পৌঁছে দেয়ার পরিকল্পনা করেন।
রশিদ আরও জানান, সুশান্ত এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবিতে মুখ্য চরিত্র পাওয়ায় অক্ষয় খুশি ছিলেন না।