রাজধানীর অভিজাত প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স। ২৩ অক্টোবর থেকে চালু হয়েছে মাল্টিপ্লেক্সটির সবগুলো শাখা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে জমে উঠছে স্টার সিনেপ্লেক্স।
২০ নভেম্বর শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে দুটি হলিউডের ছবি। ছবি দুটি হলো ‘ফোর্স অব ন্যাচার’ এবং ‘দ্য রেন্টাল’।
মাইকেল পলিশ পরিচালিত অ্যাকশন ছবি ‘ফোর্স অব ন্যাচার’-এ অভিনয় করেছেন মেল গিবসন, কেট বসওয়ার্থ, এমিলি হার্শ, ডেভিড যায়াস। অন্যদিকে, ডেভ ফ্রাঙ্কো পরিচালিত থ্রিলার ছবি ‘দ্য রেন্টাল’-এ অভিনয় করেছেন ড্যান স্টিভেন্স, অ্যালিসন ব্রি, জেরেমি অ্যালেন হোয়াইট, টবি হাজসহ আরও অনেকে।
হারিকেন চলাকালীন নিরাপত্তাবাহিনী যখন একটি ভবনের লোকজনকে সরিয়ে নেয়ার চেষ্টা করছিলো, তখন সেখানে ডাকাতি করতে যায় একদল ডাকাত। তাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি আক্রমণ এবং রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের গল্প নিয়ে আবর্তিত হয়েছে ‘ফোর্স অব ন্যাচার’-এর গল্প।
একদিকে ঝড়ের তীব্রতা, অন্যদিকে ডাকাতদের আক্রমণ। পুলিশ কি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেবে? নাকি ডাকাতদের মোকাবেলা করবে? উত্তর পাওয়া যাবে ছবিতে।
‘দ্য রেন্টাল’ ছবিটি চার্লি ও তার স্ত্রী মিশেল, ভাই যশ এবং ব্যবসায়িক পার্টনার মিনাকে কেন্দ করে। সাপ্তাহিক ছুটি কাটাতে গিয়ে খুনের ঘটনায় ফেঁসে যায় চরিত্রগুলো। কে এই খুনি? কি তার রহস্য? এই রহস্যের জাল ছিন্ন করার ভয়ানক কাহিনী নিয়েই নির্মিত হয়েছে ‘দ্য রেন্টাল’।