দেশের সিনেমা নরসুন্দর। ছবিতে অভিনেত্রী হিসেবে যুক্ত হতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী রূপসা মুখার্জি।
এই অভিনেত্রী কলকাতা থেকে নিউজবাংলাকে বলেন, ‘সিনেমাটি নিয়ে কথা অনেকদূর এগিয়েছে। আশা করছি ইতিবাচক কিছু হবে। ডিসেম্বরে ঢাকা যাওয়ার কথা রয়েছে আমার।’ এর আগে রূপসা অভিনয় করেছেন কলকাতার ‘কে তুমি নন্দিনী’ সিনেমায়।
নরসুন্দর সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান এখন রয়েছেন কলকাতায়। সেখান থেকে তিনি নিউজবাংলাকে বলেন, ‘ছবিটি বাংলাদেশের হলেও কলকাতার অনেকেই থাকবেন। তাই শুটিং শুরু করতে কিছুটা সময় লাগবে। ভিসার কাজ যত দ্রুত করতে পারব, সিনেমার কাজও তত দ্রুত শুরু হবে।’
নরসুন্দর ছবিতে রূপসার অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন সেলিম খান। সিনেমায় আর কে অভিনয় করবেন বা কে পরিচালনা করবেন তার কিছুই প্রকাশ করতে চাননি তিনি।