দেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সিনেমা কমান্ডো। এই সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। আর তার সঙ্গে জুটি বেঁধেছেন দেশের জনপ্রিয় টিভি উপস্থাপিকা জাহারা মিতু।
সিনেমার শুটিং শুরু হওয়ার পর পরই করোনার কারণে থেমে যায় সব কাজ। করোনার বিরতির পর আবারও শুরু হয়েছে ছবির শুটিং। কলকাতায় চলছে দৃশ্যধারণ। পরিচালক শামিম আহমেদ রনি এবং প্রযোজক সেলিম খান এখন কলকাতায় অবস্থান করছেন।
শুটিংয়ের দৃশ্য
কলকাতা থেকে ছবির প্রযোজক সেলিম খান নিউজবাংলাকে বলেন, ‘কলকাতায় ২৬ নভেম্বর পর্যন্ত শুটিং হবে। তারপর আবার জানুয়ারি মাসে শুরু হবে ঢাকা অংশের শুটিং।’ প্রযোজক আশা করছেন রোজার ঈদের মুক্তি দেবেন ছবিটি।
দেব ও জাহারা মিতু
‘কমান্ডো’ সিনেমার মাধ্যমে করোনার বিরতির পর ক্যামেরার সামনে দাড়ালেন দেব। আর এই আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে দেব ভাগাভাগি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।