অতি জনপ্রিয় কার্টুন সিরিজ টম অ্যান্ড জেরি। আমেরিকাতে টম আর জেরি চরিত্রের সৃষ্টি হলেও বাংলাদেশে এর জনপ্রিয়তা অনেক। শৈশবের সবেচেয়ে প্রিয় কার্টুনের কথা আনমনেই ধরা দেয় দৃশ্যের মতো। বাবা-মা’র শৈশবের মতো সন্তানও তার শৈশবে বায়না ধরে টম অ্যান্ড জেরি দেখার। আর এভাবেই পরম্পরায় পুরো বিশ্বেই টম অ্যান্ড জেরি এক অদ্বিতীয় নাম।
টিভিতে টম অ্যান্ড জেরি তো সবাই দেখেছেন। এবার সময় আসছে বড় পর্দায় টম এবং জেরিকে দেখার। ওয়ার্নার ব্রাদার্স পিকচার ১৭ নভেম্বর সিনেমার ট্রেলার প্রকাশ করেছে অন্তর্জালে।
টম এবং জেরির স্বভাবসুলভ আচরণ এবং মজার সব কাণ্ড তো থাকছেই। সঙ্গে পাওয়া যাবে কিছু বাস্তব চরিত্র। তাই ছবিটিকে বলা হচ্ছে লাইভ অ্যাকশন/অ্যানিমেটেড কমেডি সিনেমা। উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা রচিত মূল টম অ্যান্ড জেরি অবলম্বনে নির্মিতি সিনেমার নামও রাখা হয়েছে টম অ্যান্ড জেরি।
ওয়ার্নার ব্রাদার্স পিকচার ছবিটির মুক্তির সময় জানিয়েছে ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই। ২০২১ সালে মুক্তি পাবে ছবিটি। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে ৫ মার্চ। ছবিটি পরিচালনা করেছেন ফ্যান্টাস্টিক ফোর খ্যাত পরিচালক টিম স্টোরি।
২০০৫ সালের দ্যা ক্যারাটে গার্ড মুক্তির ১৬ বছর পর সিনেমা মুক্তি পেতে যাচ্ছে টম এবং জেরি চরিত্র নিয়ে।