হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। করোনার বিরতি কাটিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে ফিরেছেন শুটিংয়ে। অপেক্ষা ছিল করোনার পর সিনেমায় কাজ করার। সেই অপেক্ষা এবার শেষ হতে চলেছে সিয়ামের। নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। আর সেই নতুন সিনেমার শুটিংয়ের মাধ্যমেই দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে।
সিনেমার নাম ‘দামাল’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। সিনেমার গল্পে গড়ে উঠেছে ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে। তবে বর্তমান জাতীয় ফুটবল দলে গিয়ে ঠেকবে সিনেমার প্রেক্ষাপট।
সিনেমার শুটিং শুরু হবে ২৫ নভেম্বর থেকে। রংপুর, রাজশাহীতে হবে সিনেমার শুটিং। কলকাতাতেও হবে দৃশ্যধারণ।
এ সিনেমাতেই ফুটবলার চরিত্রে অভিনয় করবেন সিয়াম। জানা গেছে, ছবিতে আরও অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইন্তেখাব দিনার, আসাদুজ্জামান নূরসহ অনেকে। পরিচালক বা প্রযোজক সূত্র বিষয়টি নিশ্চিত না করলেও চলচ্চিত্রটির সংশ্লিষ্ট অনেকেই নামগুলো চূড়ান্ত করেছেন।
সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও নির্মাতা রায়হান রাফি
এ প্রসঙ্গে রাফি নিউজবাংলাকে বলেন, ‘শুটিং শুরু করছি এটা ঠিক। কিন্তু সিনেমায় কারা অভিনয় করছেন, সেটা এখনই বলতে পারছি না। প্রযোজনা প্রতিষ্ঠান এর আনুষ্ঠানিক ঘোষণা দেবে।’
‘দামাল’ ছবিতে যারা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন, তাদের সঙ্গে রায়হান রাফি এর আগে কাজ করেছেন কিনা জানতে চাইলে রাফি বলেন, এদের কারো সঙ্গে কাজ করা হয়েছে, আবার অনেকের সঙ্গে হয়নি। আসলে এবারের ইউনিটটা অনেক বড়।’
মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার পক্ষে জনমত তৈরি ও মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল তৈরির জন্য গঠিত হয়েছিল ‘স্বাধীন বাংলা ফুটবল দল’। তারা বিভিন্ন স্থানে মোট ১৬টি ম্যাচ খেলেন। ম্যাচগুলো থেকে আয়কৃত ৫ লাখ টাকা মুক্তিযুদ্ধের তহবিলে জমা দেয়া হয়।