বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাসুদ রানার ‘সোহানা’ কি পূজা চেরি

  • প্রতীক আকবর, ঢাকা   
  • ১৬ নভেম্বর, ২০২০ ১৬:৪৭

নেটিজেনদের এই ধারণা আরো উস্কে দিয়েছে নির্মাতা সৈকত নাসির, রাসেল রানা ও পূজা চেরির একটি ছবি।

‘মাসুদ রানা: ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে দুটি সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার।

যার একটি ‘এম আর নাইন’, পরিচালনা করবেন নির্মাতা আসিফ আকবর। অন্যটির ওয়ার্কিং টাইটেল ‘মাসুদ রানা’, যেটি পরিচালনা করবেন সৈকত নাসির।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘এম আর নাইন’ সিনেমার অগ্রগতি না জানালেও সৈকত নাসির তার ‘মাসুদ রানা’ সিনেমা নিয়ে এগিয়ে গেছেন অনেকটা। পরিকল্পনা করছেন ডিসেম্বর বা জানুয়ারিতেই শুরু করবেন ‘মাসুদ রানা’ সিনেমার দৃশ্যধারণ।

মাসুদ রানা চরিত্রে কে অভিনয় করবেন? এই প্রশ্নের উত্তর এখন সবার জানা। রাসেল রানা অভিনয় করবেন কেন্দ্রিয় এই চরিত্রে।

কিন্তু সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র সোহানা হিসেবে কে অভিনয় করবেন তা এখনো জানা জায়নি আনুষ্ঠানিকভাবে। তাই ভক্ত ও সিনেমাপ্রেমীদের মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।

সম্প্রতি পরিচালক সৈকত নাসির ও অভিনেতা রাসেল রানার একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তাদের আলাপের বিষয় ‘কে হবেন সোহানা?’ নেটিজেনরা মন্তব্যে জানাচ্ছেন তাদের প্রিয় অভিনেত্রীদের নাম। তবে সবচেয়ে বেশি যে নামটি আসছে সেটি হলো পূজা চেরি।

নেটিজেনদের এই ধারণা আরো উস্কে দিয়েছে নির্মাতা সৈকত নাসির, রাসেল রানা ও পূজা চেরির একটি ছবি।

অভিনেতা রাসেল রানা, পরিচালক সৈকত নাসির ও অভিনেত্রী পূজা চেরি

শুধু তাই নয়, পূজা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আসছিলেন শারীরিক প্রস্তুতির কিছু ভিডিও।

যা দেখে ধারণা করা যায় যে তিনি প্রস্তুত হচ্ছেন মাসুদ রানা সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য। তাছাড়া তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে, একটি সিনেমার জন্য তিনি অ্যাকশন শিখছেন।

সব মিলিয়ে ‘সোহানা’ চরিত্রে পূজা চেরি অভিনয়ের সম্ভাবনা একেবারেই উরিয়ে দেয়া যায় না। বরং ‘সোহানা’ চরিত্রের জন্য পূজাই রয়েছেন সবচেয়ে দৃঢ় অবস্থানে।    

এ বিভাগের আরো খবর