কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে সিনেমা জগতের মতো শোকস্তব্ধ ক্রীড়াঙ্গনও। ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও পশ্চিমবঙ্গের সাবেক অধিনায়ক সম্বরণ ব্যানার্জি শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত অভিনেতার প্রতি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি টুইটারে স্মরণ করেছেন সৌমিত্রকে। তিনি লিখেছেন, ‘আপনি অনেক করেছেন। এবার শান্তিতে বিশ্রাম নিন।’
সম্বরণ ব্যানার্জি শুনিয়েছেন সৌমিত্রের ক্রিকেট প্রেমের গল্প। সাবেক এই জাতীয় নির্বাচক জানান, ক্রিকেটের মহাভক্ত ছিলেন সৌমিত্র। আশির দশক পর্যন্ত ইডেন গার্ডেনসে নিয়মিত ক্রিকেট খেলা দেখতে যেতেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস নাওকে সম্বরণ বলেন, ‘উনি সবকিছুর চেয়ে টেস্ট ক্রিকেট বেশি পছন্দ করতেন। তিনি আমাকে জানিয়েছিলেন যে ৬০, ৭০ ও আশির দশকে তিনি ইডেনের কোনো ক্রিকেট ম্যাচ মিস করেননি। সবসময় ক্রিকেটের খবর রাখতেন।’
সৌমিত্র হালের ক্রেজ আইপিএল পছন্দ করতেন না বলে জানান সম্বরণ। তিনি বলেন, ‘তার সঙ্গে যখন আইপিএল নিয়ে কথা হয়েছে, মনে হতো তিনি ফরম্যাটটাকে একটা শঙ্কার চোখে দেখেন। তার হৃদয়ে সবসময়ই ছিল টেস্ট ম্যাচ। তার মৃত্যু আমার জন্য ব্যক্তিগত ক্ষতি।’