বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ভালো থেকো জেঠু’

  •    
  • ১৫ নভেম্বর, ২০২০ ১৫:৩৪

সত্যজিত রায়ের প্রিয় এই অভিনেতার মৃত্যুকে একটি যুগের অবসান উল্লেখ করে অভিনেতা শ্বাশত চট্টোপাধ্যায় ফেসবুকে সৌমিত্রের ছবির পাশে লেখেন, ‘ভালো থেকো জেঠু। একটি যুগের সমাপ্তি।’

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ও ভারতের চিত্রজগতের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন পোস্ট বা ছবি শেয়ার করে।

বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা নিজের প্রোফাইল পিকচার ও কাভার ছবি বদলে অপুর সংসারের দুটি স্থিরচিত্র ব্যবহার করেছেন।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছেন সৌমিত্রের ছবি পোস্ট করে। লিখেন, ‘একটি যুগের অবসান। তার আত্মার শান্তি কামনা করছি।’

অভিনেতা ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা লিখেন, ‘শান্তিতে বিশ্রাম করুন, তার সময়ের সবচেয়ে সুদর্শন অভিনেতা।’

ভারতের কিংবদন্তি অভিনেতা শর্মিলা ঠাকুর কলকাতার আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, সৌমিত্রের সঙ্গে তার প্রথম দেখা স্মৃতি।

আনন্দবাজারকে শর্মিলা বলেন, “আমি দাঁড়িয়ে। ক্যামেরা ইত্যাদি নিয়ে পরিচালক মানিকদা (সত্যজিৎ রায়)সহ পুরো ইউনিট। মানিকদা ‘অ্যাকশন’ বলে ওঠার আগেই তিনি (সৌমিত্র) আমার কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, ‘নার্ভাস লাগছে?’ আমি বললাম ‘না’।”

সৌমিত্রকে সিনেমা ও মঞ্চের মহান অভিনেতা উল্লেখ করে সংগীতজ্ঞ ওস্তাদ আমজাদ আলি খান টুইট করে লিখেন, ‘বাংলা সিনেমার মহান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলে যাওয়ার খবর জানতে পেরে অত্যন্ত দুঃখ পেলাম। সিনেমা ও মঞ্চের সত্যিকারের একজন কিংবদন্তি অভিনেতা। তার আত্মার শান্তি কামনা করি।’

সৌমিত্রের সঙ্গে কাজ করতে পাওয়ার সুযোগ ছিল সৌভাগ্যের, এমনটা জানিয়ে কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত ফেসবুকে লেখেন, ‘এমন একজন তারকার পতন হলো যার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার।

‘সৌমিত্র জেঠু আর নেই, এই সত্য মেনে নেয়া অবিশ্বাস্য ও হৃদয়বিদারক। ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমরা আজ কাকে হারালাম। সৌমিত্র জেঠু তোমাকে সবসময় মনে পড়বে। ভালো থেকো।’

সত্যজিত রায়ের প্রিয় এই অভিনেতার মৃত্যুকে একটি যুগের অবসান উল্লেখ করে অভিনেতা শ্বাশত চট্টোপাধ্যায় ফেসবুকে সৌমিত্রের ছবির পাশে লেখেন, ‘ভালো থেকো জেঠু। একটি যুগের সমাপ্তি।’আরও পড়ুন: সৌমিত্র ছিলেন আপনজন: ববিতা

গণমাধ্যমকে কোনো ধরনের প্রতিক্রিয়া চেয়ে ফোন না করার অনুরোধ জানিয়ে তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় লিখেন, ‘মিডিয়ার বন্ধুদের অনুরোধ কেউ প্রতিক্রিয়া চেয়ে কল করবেন না। এই কষ্টটা একান্ত নিজের। ভাষায় প্রকাশ করা সম্ভব না। একেবারেই ব্যক্তিগত।’

পরিচালক সৃজিত মুখার্জি ‘অপুর সংসার’ সিনেমার একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ভালো থেকো।’

এই মহান অভিনেতার যেকোনো একটি চরিত্র বেছে নেওয়া দুষ্কর জানিয়ে আরেক তরুণ পরিচালক অনির টুইটারে লিখেন, ‘অসাধারণ এই অভিনেতার অসংখ্য পারফরম্যান্স আছে যা দিয়ে তিনি কয়েক দশক যাবত আমাদের জীবনকে সমৃদ্ধ করেছেন। বিশ্ব সিনেমা এই চমৎকার মানুষ ও তার শিল্পকে চিরকাল স্মরণ করবে।’

এ বিভাগের আরো খবর