বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদা সম্পন্ন পুরস্কার অস্কারের ৯৩তম আসর বসতে যাচ্ছে ২০২১ সালের ২৫ এপ্রিল। অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে সিনেমা পাঠানো হয় প্রতিবছর।
দেশের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়া এবং দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিগুলোই অস্কারে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের। তবে এবার হতে যাচ্ছে তার ব্যতিক্রম।
কোনো সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও সেগুলো এবার অংশ নিতে পারবে অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে।
শুধু তাই নয় বিদেশে মুক্তি পেয়েছে কিন্তু দেশে এখনও সেন্সর ছাড়পত্র পায়নি, এমন সিনেমাও থাকতে পারবে এই তালিকায়।
করোনা পরিস্থিতির কারণে অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের বিশেষ নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে। বিষয়গুলো বিবেচনা করে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বাংলাদেশে অস্কার কমিটি।
কমিটির পক্ষ থেকে নিউজবাংলাকে জানানো হয়, করোনার কারণে অনেক কিছুই নতুন করে মূল্যায়ন করতে হচ্ছে। কমিটি নতুন নীতিমালা হাতে পেয়েছে। বিষয়গুলো বিবেচনা করে শিগগিরই অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য চলচ্চিত্র আহ্বান করা হবে।
অস্কারের এই সিদ্ধান্তের কারণে মেড ইন বাংদেশ এর মতো সিনেমাগুলো লড়তে পারবে অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে।