জনপ্রিয় অভিনেতা, চিত্রশিল্পী ও নির্মাতা আফজাল হোসেন ‘সুবর্ণরেখা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রযোজক শহীদুল আলম সাচ্চু। তবে চলচ্চিত্র পরিচালনার বিষয়টি অস্বীকার করেছেন আফজাল।
তার ভাষ্য, এ বিষয়ে তিনি কিছু জানেন না। বিপরীতে সাচ্চু বলছেন, সময় হলে সবকিছু জানানো হবে।
ফজলুল হক ইনস্টিটিউট অফ মিডিয়া স্টাডিজের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শহীদুল আলম সাচ্চু।
এ বিষয়ে সাচ্চু নিউজবাংলাকে বলেন, ‘ছবির কাজ চূড়ান্ত পর্যায়ে। সময় হলেই আনুষ্ঠানিকভাবে সব জানাব।’
‘সুবর্ণ রেখা’ শহীদুল আলম সাচ্চু প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র। তিনি জানান, চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে আফজাল হোসেন প্রথমবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন।
ছবিতে কারা অভিনয় করেছেন, সে ব্যাপারে কিছু জানাতে চাননি প্রযোজক। এমনকি ছবিটি কী ধরনের, সেটিও আড়ালে রেখেছেন তিনি।
এ বিষয়ে আফজাল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘আমি এই ছবির বিষয়ে কিছু জানি না।’
আফজালের এমন মন্তব্যের পর নিউজবাংলা যোগাযোগ করে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রবিষয়ক উপদেষ্টা মুশফিকুর রহমান গুলজারের সঙ্গে।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘আসলে সিনেমার নাম পরিবর্তন হয়েছে। পরিচালক সিনেমার নতুন নাম না জানার কারণে এমন মন্তব্য করেছেন।’
৫ নভেম্বর এফডিসি থেকে ইস্যুকৃত একটি চিঠিতে ছবির নাম ‘সুবর্ণ রেখা’, প্রযোজক শহীদুল আলম সাচ্চু এবং পরিচালকের নামের জায়গায় রয়েছে আফজাল হোসেনের নাম।
চিঠি ইস্যু হওয়ার এতদিন পরও সিনেমার নাম পরিবর্তনের বিষয়টি পরিচালক কেন জানবেন না, তা পরিষ্কার করেননি সংশ্লিষ্ট কেউ।
আফজাল হোসেন সত্তর দশকের মাঝামাঝি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন।
বিটিভির প্রযোজনায় নাটকে অভিনয় করেন আফজাল। তিনি ‘দুই জীবন’, ‘নতুন বউ’ ও ‘পালাবি কোথায়’ নামের ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।
১৯৮৪ সাল থেকে বিজ্ঞাপন নির্মাণ করে আসছেন আফজাল। ২০১১ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘শুধু একটাই পা’।