বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যেন দম ফেলারও সময় নেই পূজা চেরির

  •    
  • ১১ নভেম্বর, ২০২০ ২০:৩৫

নতুন সিনেমার বিষয়ে জানতে চাইলে পূজা চেরি হাসতে হাসতে নিউজবাংলাকে বলেন, ‘এখনও শুটিং স্পটে। হৃদিতা উপন্যাস সম্পর্কে আগেই জেনেছি। নতুন সিনেমা সম্পর্কে এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। তবে হৃদিতা চরিত্র উপভোগ করছি।’

জনপ্রিয় নায়িকা পূজা চেরি এখন ব্যস্ত ‘হৃদিতা’ সিনেমার শুটিং নিয়ে। হৃদিতা চরিত্রেই এ সিনেমায় অভিনয় করছেন তিনি।

কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন ইস্পাহানি আরিফ জাহান। সিনেমার কাহিনী এবং সংলাপও আনিসুল হকের।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় রোমান্টিক এই সিনেমার শুটিং শুরু হয়েছে। বুধবারও হয়েছে শুটিং। এ নিয়েই পূজা চেরি ব্যস্ত বলে জানিয়েছেন তার মা।

সন্ধ্যা ৬টার দিকে পূজাকে মোবাইলে ফোন দিলে রিসিভ করেন তার মা। বলেন, ‘ও তো শট দিচ্ছে। এখন কথা বলতে পারবে না।’

পূজা চেরির মা জানান, আধা ঘণ্টা পর ফোন করলে তাকে পাওয়া যাবে।

পরে কথা হয় পূজা চেরির সঙ্গে।

নতুন সিনেমার বিষয়ে জানতে চাইলে পূজা চেরি হাসতে হাসতে নিউজবাংলাকে বলেন, ‘এখনও শুটিং স্পটে। হৃদিতা উপন্যাস সম্পর্কে আগেই জেনেছি। নতুন সিনেমা সম্পর্কে এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। তবে হৃদিতা চরিত্র উপভোগ করছি।’

সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হবে আগামী ১৫ নভেম্বর। দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে ১৫ ডিসেম্বর।

গত ৯ নভেম্বর সন্ধ্যায় বিএফডিসিতে কেক কেটে ঘরোয়াভাবে হয় সিনেমাটির মহরত।

নায়িকা হিসেবে পূজা চেরির প্রথম সিনেমা ‘নূরজাহান’। তিনি বেশি আলোচিত ‘পোড়ামন-২’ ছবির মাধ্যমে।

এ বিভাগের আরো খবর