বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয়ার অপেক্ষায় কলকাতার ‘ছেলেধরা’

  •    
  • ১১ নভেম্বর, ২০২০ ০১:১৭

দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সঙ্গেসঙ্গেই জয়া কাজ শুরু করেন পিপলু আর খান পরিচালিত ‘না চূড়ান্ত না হওয়া’ সিনেমায়। আরেক নতুন সিনেমা ‘নকশি কাঁথার জমিন’ এর কাজও শেষ করেছেন তিনি।

জয়া আহসান দেশে তার নতুন সিনেমা ‘নকশি কাঁথার জমিন’ এর কাজ শেষ করেছেন।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন আকরাম খান।

২০১৮-১৯ সালে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমায় দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে লুকিয়ে থাকা বাংলাদেশেরই ইতিহাসের এক রক্তঝরা অধ্যায় উঠে আসবে।

ছবিটির দৃশ্য ধারণের কাজ শেষ করেছেন পরিচালক। ৮ নভেম্বর নারায়ণগঞ্জে শেষ হয় শুটিং।

পরিচালক আকরাম খান নিউজবাংলাকে বলেন, ‘আমরা তো করোনার আগেও শুটিং করেছিলাম। তখন হবিগঞ্জ, সৈয়দপুরে শুটিং করেছি। করোনার পরে শুটিং করলাম নারায়ণগঞ্জে। এখানেই আমাদের শুটিং শেষ হয়েছে।’

অন্য অভিনয় শিল্পীদের সঙ্গে জয়া আহসানও অংশ নেন শেষ অংশের শুটিংয়ে।

‘নকশি কাঁথার জমিন’-এর শুটিং সেটে।

 

এর আগে আকরাম খান জয়া আহসানকে নিয়ে ‘খাঁচা’ নামের একটি সিনেমা করেছিলেন। সেটিও ছিল সরকারি অনুদানপ্রাপ্ত ও হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে।

দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সঙ্গেসঙ্গেই জয়া কাজ শুরু করেন পিপলু আর খান পরিচালিত ‘না চূড়ান্ত না হওয়া’ সিনেমায়।

এখন জয়া প্রস্তুতি নিচ্ছেন কলকাতার জন্য। কারণ সেখানে তার অপেক্ষায় আছেন বেশ কিছু নির্মাতা।

গেল অক্টোবরে জয়া শেষ করেন তার পুরনো সিনেমা বিউটি সার্কাসের দৃশ্য ধারণ।

জয়া অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবির মধ্যে রয়েছে ‘বিউটি সার্কাস’, ‘না চূড়ান্ত না হওয়া’ এবং ‘নকশি কাঁথার জমিন’।

কলকাতায় জয়া অভিনয় শুরু করবেন ‘ছেলেধরা’ সিনেমায়। ছবিটি পরিচালনা করবেন শিলাদিত্য মৌলিক।

এ বিভাগের আরো খবর