বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাল গালিচায় 'লক্ষ্মী'

  •    
  • ৯ নভেম্বর, ২০২০ ১৭:০১

ইনস্টাগ্রামে কিয়ারার সঙ্গে একটি ছবি শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন, ‘লক্ষ্মীর লাল গালিচা পুরোপুরি কালো হয়ে গেছে।’

অক্ষয় কুমার ও কিয়ারা আদভানির নতুন সিনেমা ‘লক্ষ্মী’। সোমবার সন্ধ্যায় অনলাইন প্লাটফর্ম ডিজনি+হটস্টারে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটির মুক্তির আগের দিন রোববার একটি বিশেষ প্রিমিয়ারের আয়োজন করা হয়। এই ইভেন্টের বেশ কিছু ছবি অক্ষয় ও কিয়ারা নিজ নিজ ইন্সটাগ্রামে শেয়ার করেন।

ছবির প্রিমিয়ারে চলচ্চিত্রের অভিনেতা, প্রযোজক তুষার কাপুর ও শবিনা খান এবং প্রবীণ নৃত্যশিল্পী ভারতনাট্যমের লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি উপস্থিত ছিলেন।

ইনস্টাগ্রামে কিয়ারার সঙ্গে একটি ছবি শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন, ‘লক্ষ্মীর লাল গালিচা পুরোপুরি কালো হয়ে গেছে।’

কিয়ারাও কম যান না। তিনিও অনেক ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘লক্ষ্মীর প্রিমিয়ারের জন্য লাল গালিচায় হাঁটছি। অনেক কৃতজ্ঞতা সবার প্রতি। আমার আনন্দের সীমা নেই। আমাদের সিনেমাটি আগামীকাল (সোমবার) আপনাদের হবে। আমি আপনাদের সঙ্গে বসে থাকার অপেক্ষা করতে পারছি না।’

কিয়ারার ইনস্টাগ্রাম থেকে নেয়া ছবি

 

বড় দিন কেন্দ্র করে অক্ষয় কুমার একটি কালো স্যুট পরেছিলেন। কিয়ারা পরেছিলেন কালো বিন্দু দেয়া সাদা শাড়ি আর রঙিন ব্লাউজ।

রাঘাভা লরেন্সের ২০১১ সালের তামিল ছবি ‘কাঞ্চনা’র রিমেক ‘লক্ষ্মী।

হরর-কৌতুক সিনেমাটি সোমবার একযোগে মুক্তি পাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে। আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় এর প্রিমিয়ার হবে ডিজনি+হটস্টারে।

এ বিভাগের আরো খবর