যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের সমালোচনা করলেও তার রানিং মেট কমলা হ্যারিসের প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
জো বাইডেনকে তিনি তুলনা করেছেন বলিউডের ‘গজিনি’ সিনেমার আমির খানের চরিত্রের সঙ্গে।
ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের বক্তৃতার এক ভিডিও টুইট করেন কঙ্গনা। এতে তিনি লিখেন, ‘গজিনি বাইডেন সম্পর্কে নিশ্চিত নই। কারণ তার ডাটা পাঁচ মিনিট অন্তর অন্তর ক্র্যাশ করে। ওরা তার ওপর যা ইনজাংকশন দিয়েছেন, কোনোটাই এক বছরের বেশি টেকেনি। কাজেই এটা স্পষ্ট যে, কমলা হ্যারিসই শোটা চালাবেন।’
২০০৮ সালে মুক্তি পাওয়া আমির খান অভিনীত ‘গজিনি’ চলচ্চিত্রটি বক্স অফিসে ঝড় তুলেছিল। চলচ্চিত্রে দেখা যায় প্রতিপক্ষের আঘাতে একজন বিজনেস আইকনের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। অল্প সময়েই আগের কথা ভুলে যান তিনি।
কমলার প্রশংসা করে টুইটে কঙ্গনা আরও লিখেন, ‘যখন একজন নারী উপরে ওঠেন, তিনিই সব নারীদের রাস্তা করে দেন। এই ঐতিহাসিক দিনে আনন্দ করুন। হাততালি, হাততালি, হাততালি।’
সম্প্রতি ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘তালাইভি’র শ্যুটিং শেষ করেছেন বিজেপি সমর্থক কঙ্গনা।
এখন তিনি ব্যস্ত পরবর্তী চলচ্চিত্র ‘তেজস’ নিয়ে। মেওয়ারার এই ছবির জন্য তিনি প্রশিক্ষণ নেয়া শুরু করেছেন।